LIVE: "দলের সাধারণ কর্মী দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, এটা বিজেপিতেই সম্ভব'

# বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

Updated By: Aug 9, 2014, 12:22 PM IST
LIVE: "দলের সাধারণ কর্মী দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, এটা বিজেপিতেই সম্ভব'

LIVE: "দলের সাধারণ কর্মী দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, এটা বিজেপিতেই সম্ভব'

নয়াদিল্লি:  # সরকারি ভাবে বিজেপি সভাপতি অমিত শাহ। জাতীয় পরিষদের বৈঠকে সিলমোহর।

# ""আশা করি আমার প্রতি আস্থা রাখবে। দেশের সরকারের প্রতি আস্থা হারিয়েছিল মানুষ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুশান ফিরবে'' বললেন অমিত শাহ।

# ""দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। নরেন্দ্র মোদীর প্রতি আস্থার জন্য ধন্যবাদ। প্রবীণ নেতাদের সাহায্যে এগোবে দল। দেশের সাফল্যের কৃতিত্ব মোদী, রাজনাথের।'' বললেন অমিত শাহ।

# নীতিশ কুমারকে আক্রমণ অমিত শাহর, ""নীতিশ লজ্জিত, তাই লালুর হাত ধরেছেন।''

# বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

# জাতীয় পতকা উত্তোলন করলেন অমিত শাহ। উপস্থিত নরেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

# অনুষ্ঠানে পৌঁছলেন নরেন্দ্র মোদী।

# বিজেপি জাতীয় কাউন্সিলিংয়ের বৈঠক শুরু।

# রাজনীতিতে বিজপির ভবিষ্যৎ ও অর্থনীতি নিয়ে আলোচনা হবে বিজেপির বৈঠকে।

# বিজেপির নেতৃত্বাধীন এন ডি এ সরকার কোন পথে দেশ চালাবে তা নিয়ে আলোচনা হবে জাতীয় কাউন্সিলের বৈঠকে

 

.