কংগ্রেসের কোনও পদেই আসছেন না প্রিয়াঙ্কা

কংগ্রেসের কোনও পদেই আসছেন না তিনি। এনিয়ে প্রচারিত সব খবরই নেহাত জল্পনা এবং ভিত্তিহীন গুজব। জানিয়ে দিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী।   উত্তরপ্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হতে পারে  প্রিয়াঙ্কাকে। শুক্রবার দিনভর এই খবর ঘিরে সরগরম ছিল জাতীয় রাজনীতি। কংগ্রেস মুখপাত্র শোভা ওঝা জানান, দেশবাসী চান গান্ধী পরিবারের তিন সদস্যই রাজনীতিতে আসুন। তাই সনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা তিনজনের  নেতৃত্বেই চলতে চায় কংগ্রেস।

Updated By: Aug 9, 2014, 11:27 AM IST
কংগ্রেসের কোনও পদেই আসছেন না প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: কংগ্রেসের কোনও পদেই আসছেন না তিনি। এনিয়ে প্রচারিত সব খবরই নেহাত জল্পনা এবং ভিত্তিহীন গুজব। জানিয়ে দিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী।   উত্তরপ্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হতে পারে  প্রিয়াঙ্কাকে। শুক্রবার দিনভর এই খবর ঘিরে সরগরম ছিল জাতীয় রাজনীতি। কংগ্রেস মুখপাত্র শোভা ওঝা জানান, দেশবাসী চান গান্ধী পরিবারের তিন সদস্যই রাজনীতিতে আসুন। তাই সনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা তিনজনের  নেতৃত্বেই চলতে চায় কংগ্রেস।

তার আগে বুধবার কংগ্রেসের শীর্ষ নেতা অস্কার ফার্নান্ডেজও বলেন, জাতীয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত্‍। তাঁর আরও দায়িত্ব নেওয়া উচিত্‍। এরপরই চড়তে শুরু করে জল্পনার পারদ। যদিও গতকাল সব জল্পনা নসাত্‍ করে দেন প্রিয়াঙ্কা নিজেই। একই সঙ্গে তিনি আবেদন করেছেন, এধরনের গুজব পুরোপুরি ভিত্তিহীন। তাতে যেন কান না দেওয়া হয়।

এক বিবৃতিতে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ""কংগ্রেসের বিভিন্ন পদে আমার যাওয়া নিয়ে যে সব কথা রটেছে, সে সব ভিত্তিহীন।''  

 

.