LIC Shares: ক্রমশ নিম্নমুখী এলআইসি'র শেয়ার! রেকর্ড পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

কিন্তু তখনও তাঁদের পক্ষে আঁচ করা ঘুণাক্ষরেও সম্ভব ছিল না যে, চলতি সপ্তাহেই বিপদ আরও আছে।

Updated By: Jun 9, 2022, 09:31 PM IST
LIC Shares: ক্রমশ নিম্নমুখী এলআইসি'র শেয়ার! রেকর্ড পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদন: ক্রমশ আতঙ্কিত হয়ে উঠছেন এলআইসি আইপিওতে লগ্নিকারীরা। কেননা, যত দিন যাচ্ছে তত নেমে যাচ্ছে এলআইসি শেয়ারের মূল্যমান। এবারের পতন একেবারে রেকর্ড। 

গত ১৭ মে বাজারে আত্মপ্রকাশ করেছিল LIC IPO শেয়ার। আত্মপ্রকাশ করার পরে শেয়ারের মূল্যমানে প্রথম ধাপে ২ শতাংশ, তারপর ৬ শতাংশ পতন ঘটেছিল। এই সপ্তাহের গোড়ায় ১৫ শতাংশ পতন ঘটল। তখনই চিন্তিত হয়ে পড়েছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু তখনও তাঁদের পক্ষে আঁচ করা ঘুণাক্ষরেও সম্ভব ছিল না যে, চলতি সপ্তাহেই বিপদ আরও আছে। পরবর্তী পর্যায়ে LIC শেয়ারের দাম কমল এক ধাক্কায় ২৫ শতাংশ। 

এলআইসি দেশের বিমা ক্ষেত্রের সব চেয়ে বড় কোম্পানি। সেই কারণেই এর শেয়ার নিয়ে বাজারে প্রভূত আগ্রহ ও সম্ভাবনার উদ্রেক ঘটেছিল।     

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

আরও পড়ুন: Taslima Nasreen On Prophet Remark Controversy: 'কেউ সমালোচনার ঊর্ধ্বে নন', পয়গম্বরকে নিয়ে মন্তব্য বিতর্কে লিখলেন তসলিমা

.