প্রথমবার দেশে ক্যান্সার-বিমা আনল এলআইসি

 সর্বোচ্চ পেতে পারেন ৫০ লক্ষ টাকা।

Updated By: Nov 15, 2017, 05:09 PM IST
প্রথমবার দেশে ক্যান্সার-বিমা আনল এলআইসি

নিজস্ব প্রতিবেদন: ক্যান্সারের চিকিত্সায় কপর্দকশূন্য হওয়ার অশঙ্কা কাটাতে উদ্যোগ নিল লাইফ ইন্সিওরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া। ক্যান্সারের চিকিত্সায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমা চালু করল তারা। ২০-৬৫ বছর বয়সী যে কেউ এই বিমা করাতে পারবেন। 

আরও পড়ুন: প্রচারে বেরিয়ে অনুগামীদের দিয়ে পা মাসাজ করাচ্ছেন মন্ত্রী, ভাইরাল ভিডিও

বিমাধারকরা ক্যান্সারে আক্রান্ত হলে চিকিত্সার খরচ হিসাবে ১০ লক্ষ টাকা পাবেনই। সর্বোচ্চ পেতে পারেন ৫০ লক্ষ টাকা। তবে এক্ষেত্রে একটি বিকল্প ব্যবস্থা রেখেছে এলআইসি। সেক্ষেত্রে প্রথম পাঁচ বছরে ন্যূনতম প্রাপ্যের ১০ শতাংশ টাকা ফেরত দেবে এলআইসি। অর্থাত্ ৫০ লক্ষ টাকার বিমা করালে প্রথম ৫ বছরে ৫ লক্ষ টাকা ফেরত পাবেন বিমাধারক।  

.