ওয়েব ডেস্ক: প্রয়াত হলেন কিংবদন্তি কার্টুনিস্ট আর কে লক্ষ্ণণ। সোমবার ২৬ জানুয়ারি ৯৬ বছর বয়সে চলে গেলেন 'কমন ম্যান'-এর অমর স্রষ্টা। বুধবার তাঁর স্মরণসভার আয়োজন করেছে মহারাষ্ট্র সরকার। স্মরণসভায় উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চলতি মাসের শুরু থেকেই পুনের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন লক্ষ্ণণ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার সকাল থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। অবশেষে সোমবার ইতি পড়ল এই কিংবদন্তির জীবনে। ১৯৫০ সাল থেকে এঁকে চলেছেন ম্যাগসেসে জয়ী লক্ষ্ণণ। বয়সের কারণে শেষ কয়েক বছর ছবি আঁকা থেকে নিজেকে বিরত রেখেছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে টুইটারে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার, সঙ্গীত পরিচালক বিশাল দদলানি।

 

English Title: 
Legendary cartoonist RK Laxman, creator of 'Common Man', dies aged 94
News Source: 
Home Title: 

চলে গেলেন কিংবদন্তি কার্টুনিস্ট 'কমন ম্যান' আর কে লক্ষ্মণ, মহারাষ্ট্র সরকারের স্মরণসভা আজ

চলে গেলেন কিংবদন্তি কার্টুনিস্ট 'কমন ম্যান' আর কে লক্ষ্মণ, মহারাষ্ট্র সরকারের স্মরণসভা আজ
Yes
Is Blog?: 
No
Section: