খাদ্য সুরক্ষা বিলে সংশোধনীর দাবি বামেদের

খাদ্য সুরক্ষা বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সে এবার সংশোধনীর দাবি করতে চলেছে বামেরা। দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলিকে মাসে মোট ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়ার দাবি জানিয়েছে বামেরা। পরিবারের সদস্য পাঁচ বা তার কম হলেও মাসে দারিদ্রসীমার নীচে থাকা পরিবারপিছু কমপক্ষে ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়ার দাবি জানিয়ে সংশোধনী আনতে চলেছে বামেরা।

Updated By: Jul 21, 2013, 10:55 AM IST

খাদ্য সুরক্ষা বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সে এবার সংশোধনীর দাবি করতে চলেছে বামেরা। দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলিকে মাসে মোট ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়ার দাবি জানিয়েছে বামেরা। পরিবারের সদস্য পাঁচ বা তার কম হলেও মাসে দারিদ্রসীমার নীচে থাকা পরিবারপিছু কমপক্ষে ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়ার দাবি জানিয়ে সংশোধনী আনতে চলেছে বামেরা।
শনিবার পলিটব্যুরো বৈঠকের পর সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, খাদ্য সুরক্ষা সংক্রাত্ন যাবতীয় বিষয়টির পুরোটাই কেন্দ্রের হাতে। খাদ্যশস্যের পরিবর্তে আর্থিক সাহায্যের বিষয়টিকে জনহীতের বিপরীত স্কীম বলে মন্ত্বব্য করেন তিনি।

.