অনুমোদন ছাড়াই ছুটিতে; চাকরি হারাতে পারেন ১৩ হাজার রেলকর্মী

রেলের তরফে জানানো হয়েছে এই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষের বিচারে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Updated By: Feb 10, 2018, 12:43 PM IST
অনুমোদন ছাড়াই ছুটিতে; চাকরি হারাতে পারেন ১৩ হাজার রেলকর্মী

নিজস্ব প্রতিনিধি : সরকারি চাকরি মানেই সুখের চাকরি। এবার থেকে তেমন ভাবার দিন শেষ। দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ছুটিতে থাকার অপরাধে এবার বরখাস্ত করা হতে পারে প্রায় ১৩ হাজার রোলকর্মীকে। 

ইতিমধ্যেই রেলমন্ত্রী পীযূশ গোয়েল নির্দেশ দিয়েছেন এই ধরনের কর্মীদের চিহ্নিত করার জন্য। বর্তমানে ১৩ লাখ কর্মী রয়েছে ভারতীয় রেলে। তাদেক মধ্যে প্রাথমিক ভাবে ১৩ হাজার কোর্মীরে চিহ্নিত করা গেছে যারা বিনা অনুমোদনে দীর্ঘদিন ধরে ছুটি নিয়েছেন। রেলমন্ত্রী সমস্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন এই ধরনের কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য। 

রেলের তরফে জানানো হয়েছে এই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষের বিচারে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- জম্মু ও কাশ্মীরে সেনাছাউনিতে জঙ্গি হামলা, আহত জওয়ান সহ ২  

.