জম্মু ও কাশ্মীরে সেনাছাউনিতে জঙ্গি হামলা, মৃত ২

ফের জম্মু ও কাশ্মীরে সেনাছাউনিতে জঙ্গি হামলা। এই ঘটনায়  ২ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত এক সেনা জওয়ানের মেয়ে। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের সুনজওয়ান সেক্টরে।

Updated By: Feb 10, 2018, 02:19 PM IST
জম্মু ও কাশ্মীরে সেনাছাউনিতে জঙ্গি হামলা, মৃত ২

নিজস্ব প্রতিবেদন : ফের জম্মু ও কাশ্মীরে সেনাছাউনিতে জঙ্গি হামলা। এই ঘটনায়  ২ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত এক সেনা জওয়ানের মেয়ে। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের সুনজওয়ান সেক্টরে।

জানা গেছে, শনিবার ভোর ৫টা নাগাদ হঠাত্ই ওই সেনাছাউনি লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সঙ্গে ছিল গ্রেনেড হামলা। জঙ্গিদের নিকেশ করতে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। ইতিমধ্যেই ওই সেনাছাউনি সংলগ্ন স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রথমিক ভাবে ধারণা জঙ্গিরা জইশ-এ-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য।

দিন কয়েক আগেই গোয়েন্দা দফতরের পক্ষ থেকে এই ধরনের একটি জঙ্গি হামলার বিষয়ে সতর্ক করেছিল সেনাবাহিনীকে। এদিকে, ওই ক্যাম্পে ঢুকে পড়া জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।

আরও পড়ুন- গল্প শুনিয়ে সাংসদদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

.