Saokat Molla: 'সুকান্ত-শুভেন্দু সাইকো পেসেন্ট, এদের...'! শওকত মোল্লা

Saokat Molla: আমরা কোর্টে দাঁড়িয়ে বলবো একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম নওশাদ সিদ্দিকী এটা আমি দায়িত্ব নিয়ে বলছি: শওকত মোল্লা। শুধু তাই নয়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে পশ্চিম বাংলার মেন্টাল হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ দিলেন শওকত মোল্লা।

Updated By: Dec 27, 2024, 11:00 AM IST
Saokat Molla: 'সুকান্ত-শুভেন্দু সাইকো পেসেন্ট, এদের...'! শওকত মোল্লা

প্রসেনজিত্‍ সর্দার: দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হল রাজনৈতিক কর্মী সম্মেলন। ভাঙড় কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন। কর্মী সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও ভাঙড় বিধানসভার একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

কর্মী সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন শওকত মোল্লা। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছে। তোমার যারা কর্মীরা আছে তারা জঙ্গি পোনা করেনি। কোর্টে যাবে যাও আমার বিরুদ্ধে কোনও আপত্তি নাই। আমরা কোর্টে দাঁড়িয়ে বলব, একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম নওশাদ সিদ্দিকী। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি।' এমনি মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।

আরও পড়ুন:Weather Update: উধাও জাঁকিয়ে শীত! বছরের শেষ উইকেন্ড ভাসাবে বৃষ্টি, বড় আপডেট আবহাওয়া দফতরের...

তবে এ বিষয়ে কোনও রকম মন্তব্য করতে নারাজ আইএসএফ নেতৃত্ব। তারা বলেন কোর্টে আইনের মাধ্যমে বুঝে নেব। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বিরুদ্ধে মন্তব্য করেন শওকত মোল্লা। তিনি বলেন, 'সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর মানসিক সাইকো পেসেন্ট হয়ে গিয়েছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে তা না হলে এদের রোগটা সারবে না। সেন্ট্রাল গর্ভনমেন্টের যারা বিজেপি নেতারা আছেন তাদেরকে বলব পশ্চিমবাংলায় ভালো মেডিকেল হসপিটাল এই দুজনকে অন্তত কিছুদিনের জন্য ট্রিটমেন্ট করা ভালো।'

ভাঙড়ের রাজনৈতিক কর্মীসভায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী এবং শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে একযোগে আক্রমণ করলেন শওকত মোল্লা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.