CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণীর রেজাল্টে ব্যপক গরমিলের অভিযোগ
এবারের CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণীর রেজাল্টে ব্যপক গড়মিলের অভিযোগ মিলল। দেশজুড়ে বহু ছাত্রছাত্রীরই প্রাপ্ত নম্বরে রয়েছে সমস্যা। খাতা রিভিউ করে বদলে গেছে গোটা পরিসংখ্যানই।
ওয়েব ডেস্ক : এবারের CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণীর রেজাল্টে ব্যপক গড়মিলের অভিযোগ মিলল। দেশজুড়ে বহু ছাত্রছাত্রীরই প্রাপ্ত নম্বরে রয়েছে সমস্যা। খাতা রিভিউ করে বদলে গেছে গোটা পরিসংখ্যানই।
CBSE-র দ্বাদশ শ্রেণীর রেজাল্ট আউট হয়েছে দিন কয়ের আগেই। তারপরই অভিযোগ ওঠে বহু ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরেই রয়েছে গড়মিল। অনেকের আবার একটি বিষয় বাদে সব বিষয়ে ৯০ শতাংশের বেশি নম্বর।
আরও পড়ুন- মেয়াদ শেষ হওয়ার আগে ফের দু্টি প্রাণভিক্ষার আবেদন ফেরালেন প্রণব মুখোপাধ্যায়
এই পরিস্থিতিতে যারা তাদের খাতা রিভিউ করাতে দিয়েছে তাদের বেশির ভাগেরই নম্বর বেড়েছে অপ্রত্যাশিত ভাবে। আর তাই এবার দেশজুড়ে CBSE বোর্ডের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। তাদের অনেকেরই আশঙ্কা, প্রাপ্ত নম্বর কোনও পরিস্থিতিতেই সঠিক নয়।
বোর্ডের তরফে ইতিমধ্যেই এই গড়মিলের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। তবে, এই সমস্যা পাকাপাকি ভাবে মেটানোর কোনও পদ্ধতি তারা দিতে পারেনি।