শাস্তির পরেও সুর নরম নয় কীর্তির

শাস্তির পরেও সুর নরম নয় কীর্তির। আজই সাসপেনশন নোটিসের জবাবি চিঠি দেবেন দলকে। সকালে জন্মদিনে বাজপেয়ীর সঙ্গে সাক্ষাতের পরেই ফের মার্গদর্শক মণ্ডলীর দ্বারস্থ সাসপেন্ডেড সাংসদ। কীর্তি আজাদের সাসপেনশনে ক্ষুব্ধ প্রবীণ বিজেপি নেতারা। বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, শান্তাকুমার, যশবন্ত সিন্হারা। এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছেন বিজেপির লৌহ পুরুষ। কীর্তির সাসপেনশনে দেশবাসীর কাছে ভুল বার্তা যাবে। নিয়ম মেনে তিন বারের সাংসদকে সাসপেন্ড করা হয়নি বলেই মনে করছেন বিজেপির মার্গদশর্ক মণ্ডলী। দলের ফোরামেও বিষয়টি তোলা হবে বলে বিজেপি সূত্রে খবর।

Updated By: Dec 25, 2015, 06:24 PM IST
শাস্তির পরেও সুর নরম নয় কীর্তির

ওয়েব ডেস্ক: শাস্তির পরেও সুর নরম নয় কীর্তির। আজই সাসপেনশন নোটিসের জবাবি চিঠি দেবেন দলকে। সকালে জন্মদিনে বাজপেয়ীর সঙ্গে সাক্ষাতের পরেই ফের মার্গদর্শক মণ্ডলীর দ্বারস্থ সাসপেন্ডেড সাংসদ। কীর্তি আজাদের সাসপেনশনে ক্ষুব্ধ প্রবীণ বিজেপি নেতারা। বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, শান্তাকুমার, যশবন্ত সিন্হারা। এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছেন বিজেপির লৌহ পুরুষ। কীর্তির সাসপেনশনে দেশবাসীর কাছে ভুল বার্তা যাবে। নিয়ম মেনে তিন বারের সাংসদকে সাসপেন্ড করা হয়নি বলেই মনে করছেন বিজেপির মার্গদশর্ক মণ্ডলী। দলের ফোরামেও বিষয়টি তোলা হবে বলে বিজেপি সূত্রে খবর।

.