মনোনয়ন জমা দিলেও কিরণ বেদীকে নিয়ে ক্রমেই বাড়ছে দলের চাপা ক্ষোভ

Updated By: Jan 21, 2015, 10:47 PM IST
মনোনয়ন জমা দিলেও কিরণ বেদীকে নিয়ে ক্রমেই বাড়ছে দলের চাপা ক্ষোভ

কিরণ বেদীকে নিয়ে দলের ক্ষোভ সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। আজ রোড শো করে কিরণ বেদী মনোনয়ন পত্র জমা দিলেও দলের নীচুতলার ক্ষোভ অস্বস্তি বাড়াচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের। অস্বস্তি চাপা দিতে সুর বদলে সতীশ উপাধ্যায় আজ কিরণের পক্ষেই কথা বলেছেন। কিন্তু তাতেও  ক্ষোভের আগুন ধামাচাপা দেওয়া হচ্ছে না।

মঙ্গলবারই কিরণ বেদীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল দিল্লি বিজেপির সভাপতি সতীশ উপাধ্যায়কে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ সতীশও। তাঁকেই ঢাল করে মুখ বাঁচাতে চেয়েছে বিজেপি নেতৃত্ব।

কিরণ বেদীকে ঘিরে দলীয় ঐক্যের ছবি তুলে ধরতে চাইলেও এদিন তাতে জল ঢেলেছেন দলীয় কর্মী, সমর্থকরাই। বুধবার পূর্ব দিল্লির কৃষ্ণনগর কেন্দ্রে  বেদীর রোড শোয়ে ভিড় তেমন হয়নি। ধারেভারে কেজরিওয়ালের রোড শোয়ের তুলনায় পিছিয়ে ছিল কিরণ বেদীর রোড শো। তবে এই তুল্যমূল্য বিচার এড়িয়ে গেছেন কিরণ বেদী। সতীশ উপাধ্যায়কে পাশে নিয়ে এই কেন্দ্রে ভাল ফল হবে বলেই আশাপ্রকাশ করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

 

.