নয়া বিতর্কে কেজরিওয়াল
নতুন বিতর্কে জড়ালেন টিম আন্নার গুরুত্বপূর্ণ সদস্য অরবিন্দ কেজরিওয়াল। তবে ইউপিএ সরকার বা কংগ্রেস নেতৃত্ব নয়, এবার তাঁর সংঘাত বেসরকারি উড়ান সংস্থা `কিংফিশার এয়ারলাইন্স`-এর সঙ্গে। শুক্রবার রাতে কিংফিশারের একটি ফ্লাইটে দিল্লি থেকে হিমাচলপ্রদেশের ধরমশালার যাওয়ার কথা ছিল কেজরিওয়ালের।
নতুন বিতর্কে জড়ালেন টিম আন্নার গুরুত্বপূর্ণ সদস্য অরবিন্দ কেজরিওয়াল। তবে ইউপিএ সরকার বা কংগ্রেস নেতৃত্ব নয়, এবার তাঁর সংঘাত বেসরকারি উড়ান সংস্থা `কিংফিশার এয়ারলাইন্স`-এর সঙ্গে। শুক্রবার রাতে কিংফিশারের একটি ফ্লাইটে দিল্লি থেকে হিমাচলপ্রদেশের ধরমশালার যাওয়ার কথা ছিল কেজরিওয়ালের। কিন্তু তাঁকে এয়ারপোর্টের রানওয়েতে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের জন্য নির্ধারিত বাসেই উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পুরো ঘটনার পিছনে `সুপরিকল্পিত চক্রান্ত` রয়েছে বলে দাবি করে কেজরিওয়াল বলেন, কেন তাঁকে বিমানে উঠতে দেওয়া হল না, সে ব্যাপারে লিখিতভাবে কোনও জবাহদিহি করতে চায়নি কিংফিশার কর্তৃপক্ষ। শুধু জানায়, সংস্থার তরফে লিখিতভাবে জানান হতে পারে, কেজরিওয়াল নিজের ফ্লাইট `মিস` করেছেন। পরে মিডিয়ার মুখোমুখি হয়ে ম্যাগসাসাই পুরস্কারজয়ী সমাজকর্মী জানান, কিংফিশার এয়ারলাইন্সের এই অসদাচরণের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তিনি।