তেলে ১ টাকা শুল্ক কমিয়ে দেশকে পথ দেখাল কেরল
কথা না বলে কাজের কাজটা যে কেরল করে ফেলবে তা একদিন আগেও বোঝা যায়নি। কারণ কয়েক দিন আগেই রাজ্যের অর্থমন্ত্রী থমাস আইজ্যাক মন্তব্য করেন, ‘রাজ্যের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তেলের উপরে শুল্ক কম করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়।’
নিজস্ব প্রতিবেদন: তেলের দাম কমাতে শুধুমাত্র কেন্দ্রকে না দুষে রাস্তা দেখিয়ে দিল কেরল। রাজ্যের শুল্ক ১ টাকা কমিয়ে তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিল পিনারাই বিজয়ন সরকার।
পেট্রল, ডিজেলের দাম নিয়ে বুধবারই একপ্রস্থ নাটক হয়ে গিয়েছে। সাতসকালে তেলের দাম ৬০ পয়সা কম করেও শেষ পর্যন্ত তা ১ পয়সায় গিয়ে থামল। এর মধ্যেই কেরল সরকার তেলের দামের ওপর থেকে রাজ্যের শুল্ক ১ টাকা কম করল।
অারও পড়ুন-ব্যাঙ্ক ধর্মঘটে হাহাকার রাজ্যজুড়ে এটিএম-এ, মাস পয়লার বেতন নিয়ে আশঙ্কা
রাজ্যের শুল্ক কম করার কথা ঘোষণা করে এদিন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, এবার তেলের দাম কমাক কেন্দ্র। সূত্রের খবর, নতুন দাম আগামী ১ জুন থেকে কার্যকর হবে কেরলে।
কথা না বলে কাজের কাজটা যে কেরল করে ফেলবে তা একদিন আগেও বোঝা যায়নি। কারণ কয়েক দিন আগেই রাজ্যের অর্থমন্ত্রী থমাস আইজ্যাক মন্তব্য করেন, ‘রাজ্যের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তেলের উপরে শুল্ক কম করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়।’
আরও পড়ুন-মেহেরের সঙ্গে অর্জুনের তুমুল ঝগড়ায় তিতিবিরক্ত প্রতিবেশীরাও!
উল্লেখ্য, আইজ্যাকের ওই মন্তব্যের পরই সরব হয়ে ওঠেন বিরোধীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা। তাদের দাবি, তেলের উপরে সবচেয়ে বেশি শুল্ক নেয় কেরল। পেট্রলের ওপরে রাজ্য সরকার ৩২.২ শতাংশ ও ডিজেলের ওপরে ২৫.৫৮ শতাংশ শুল্ক আদায় করে। তাই শুল্ক কম করুক রাজ্য। তার পরেই ১ টাকা শুল্ক কমানোর কথা ঘোষণা করল বিজয়ন সরকার।