CBSE-পরীক্ষায় তাক লাগানো রেজাল্ট অটোচালকের ছেলের

Updated By: May 29, 2017, 10:11 PM IST
CBSE-পরীক্ষায় তাক লাগানো রেজাল্ট অটোচালকের ছেলের

 

 

ওয়েব ডেস্ক: ৫০০ নম্বরের পরীক্ষায় ৪৯০ নম্বর নিয়ে পাশ করল কেরলের এক অটোচালকের ছেলে অজয় আর রাজ। শুধু পাশ করাই নয়, CBSE (উচ্চমাধ্যমিক)-এর প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী অজয় বিকলাঙ্গ ক্যাটাগরিতে শীর্ষ স্থানাধিকার করেছে। শতাংশের বিচারে অজয় আর রাজ পেয়েছে ৯৮% নম্বর।   

কেরলের  তিরুবন্তপুরমের সেন্ট থমাস স্কুলের ছাত্র অজয় চোখে খুব একটা ভাল দেখতে পায় না। বোর্ডের পরীক্ষাতেও (উচ্চ মাধ্যমিক) বসেছে স্রিন রিডিং সফটওয়্যারের সাহায্য নিয়েই। স্কুলে বরাবরই পড়াশুনায় ভাল ফল করে এসেছে অজয়, আর সেই কারণেই কৃতী ছাত্র অজয়ের ওপর আস্থা ছিল গোটা স্কুলেরই। অজয়ও স্কুলের সবার মন রেখেছে, নিরাশ করেনি কাউককেই। বোর্ডের ফাইনাল পরীক্ষাতে তাক লাগানো ফল করেছে অজয় আর রাজ। "ভাল নম্বর পাবো, এই বিশ্বাস নিজের ওপর ছিল, কিন্তু র‍্যাঙ্ক করব এটা কোনও দিনই ভাবতে পারিনি। আমি আমার এই রেজাল্ট আমার বাবা মা, সহ আমার শিক্ষক এবং বন্ধুদেরকে উৎসর্গ করছি", নিজের রেজাল্ট দেখে এই অভিব্যক্তিই জানিয়েছে অজয় আর রাজ।   

.