আম্বানিরাই দেশ চালাচ্ছে, অভিযোগ কেজরিওয়ালের
ফের তোপ দাগলেন অরবিন্দ কেজরিওয়াল। এবারে তাঁর নিশানায় শিল্পপতি মুকেশ আম্বানি। ইন্ডিয়া এগেইন্সট কোরাপশন নেতার অভিযোগ, সরকার নয়, আদতে দেশ চালাচ্ছেন শিল্পপতিরা।
ফের তোপ দাগলেন অরবিন্দ কেজরিওয়াল। এবারে তাঁর নিশানায় শিল্পপতি মুকেশ আম্বানি। ইন্ডিয়া এগেইন্সট কোরাপশন নেতার অভিযোগ, সরকার নয়, আদতে দেশ চালাচ্ছেন শিল্পপতিরা।
এই প্রসঙ্গে প্রাকৃতিক গ্যাস নিয়ে সরকারের সঙ্গে রিলায়েন্সের চুক্তির বিষয়টি টেনে আনেন কেজরিওয়াল। তাঁর অভিযোগ, "এই দুর্নীতিতে কংগ্রেস এবং বিজেপি, দুই দলই মুকেশ আম্বানির হয়ে কাজ করছে।" তাঁর যুক্তি, ২০০০ সালে এনডিএ জমানায় সরকারের সঙ্গে ওই চুক্তি করেছিল রিলায়েন্স। বর্তমান সরকারও আম্বানির অঙ্গুলি হেলনে চলছে বলে অভিযোগ করেন কেজরিওয়াল। সেই কারণেই গ্যাসের দাম বাড়াতে রাজি না হওয়ায় জয়পাল রেড্ডিকে সরিয়ে বীরাপ্পা মইলিকে পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।