Jammu and Kashmir: গুলি করে খুন! ফের জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত

তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। 

Updated By: May 12, 2022, 07:00 PM IST
Jammu and Kashmir: গুলি করে খুন! ফের জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) একজন কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন করল জঙ্গিরা। মৃত ব্যক্তি বুদগ্রামে জেলার রেভিনিউ বিভাগে কাজ করে। মৃতের নাম রাহুল ভাট।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মধ্য কাশ্মীরের তহশিলদারের অফিসে। মৃত ব্যক্তি কাশ্মীরি পণ্ডিত সোসাইটির সদস্য বলেও জানা গিয়েছে। গুলি চালানোর ঘটনাটি জানিয়ে টুইট করেছে কাশ্মীর জোন পুলিস। এই ঘটনার পরেই গোটা উপত্যকায় জোর তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। 

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। গত মাসেও সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিত বিক্রেতার উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। যদিও সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই ব্যক্তি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)      

.