পাক সুন্দরীর প্রেমের ফাঁদে পা বায়ুসেনা অফিসারের, গোপন তথ্য পাচার ISI-কে!

নথি ও তথ্য পাচারের বিনিময়ে টাকাও নেন তিনি। 

Updated By: May 12, 2022, 05:51 PM IST
পাক সুন্দরীর প্রেমের ফাঁদে পা বায়ুসেনা অফিসারের, গোপন তথ্য পাচার ISI-কে!

নিজস্ব প্রতিবেদন : হানিট্র্যাপের শিকার হলেন এক বায়ুসেনা অফিসার। পাক সুন্দরীর প্রেমের ফাঁদে পা দিয়ে অনেক গোপন তথ্য ISI-কে পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত বায়ুসেনা অফিসারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত বায়ুসেনা অফিসারের নাম দেবেন্দ্র নারায়ণ শর্মা। দিল্লির সুব্রত পার্কে ভারতীয় বায়ুসেনার রেকর্ড অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, তিনি প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন গোপন নথি পাচার করে দেন পাক সুন্দরী ISI এজেন্টকে। যারমধ্যে প্রতিরক্ষা কর্মী, জাতীয় সুরক্ষা সংক্রান্ত অনেক তথ্য রয়েছে। 

৬ মে অভিযুক্ত অফিসারকে গ্রেফতার করে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অভিযোগ, নথি ও তথ্য পাচারের বিনিময়ে টাকাও নেন তিনি। ভারতীয় বায়ুসেনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। তারপরই তদন্তে উঠে আসে 'হানিট্র্যাপে'র বিষয়টি।

আরও পড়ুন, খিদের পেটে খাবার কেনার জন্য টাকা চাইছিল খুদে, বিরক্ত হয়ে গলা টিপে খুন কনস্টেবলের

Viral Video: ট্রেনের চাকার নীচে চলে যাচ্ছিলেন মহিলা! অসাধ্যসাধন করলেন RPF জওয়ান

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.