উপনির্বাচনে হিংসার রেশ কাটতে না কাটতেই ফের অশান্ত কাশ্মীর

উপনির্বাচনে হিংসার রেশ কাটতে না কাটতেই ফের অশান্ত কাশ্মীর। গতকালই উপনির্বাচনে বিক্ষোভকারী -নিরাপত্তা বাহিনী সংঘর্ষে মৃত্যু হয় ৮ জনের। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষে আহত হয়েছেন আরও অনেক মানুষ। ঘটনার  প্রতিবাদে উপত্যকায় দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। সেই কারণেই, উপনির্বাচনের পরের দিনই ফের আরও একবার থমথমে উপত্যকা।

Updated By: Apr 10, 2017, 02:42 PM IST
উপনির্বাচনে হিংসার রেশ কাটতে না কাটতেই ফের অশান্ত কাশ্মীর

ওয়েব ডেস্ক: উপনির্বাচনে হিংসার রেশ কাটতে না কাটতেই ফের অশান্ত কাশ্মীর। গতকালই উপনির্বাচনে বিক্ষোভকারী -নিরাপত্তা বাহিনী সংঘর্ষে মৃত্যু হয় ৮ জনের। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষে আহত হয়েছেন আরও অনেক মানুষ। ঘটনার  প্রতিবাদে উপত্যকায় দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। সেই কারণেই, উপনির্বাচনের পরের দিনই ফের আরও একবার থমথমে উপত্যকা।

আরও পড়ুন দীর্ঘ সাতমাস পর বৈঠক করলেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়

বন্ধ রয়েছে দোকানপাট, বাজার,  যানবাহন পরিষেবা। শুধু তাই নয়, খোলেনি কোনও শিক্ষা প্রতিষ্ঠানই। পাশাপাশি, আজ ও আগামীকালের সমস্ত পরীক্ষা বাতিল করেছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়। সপিয়ামে একটি স্কুলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।মোটের উপর উপনির্বাচনের পরদিনই কাশ্মীর সেই একইরকম।

আরও পড়ুন  উপনির্বাচনে রক্তাক্ত হল ভূস্বর্গ, প্রাণ গেল ৭ জনের

.