দীর্ঘ সাতমাস পর বৈঠক করলেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের একাধিক প্রকল্পে অর্থ বরাদ্দের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আধঘণ্টা ধরে চলে দুজনের বৈঠক। বৈঠক শেষ হওয়ার পরেই সংসদভবনে রওনা  হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদভবনে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকার দাবি জানিয়েছেন তিনি।

Updated By: Apr 10, 2017, 02:29 PM IST
 দীর্ঘ সাতমাস পর বৈঠক করলেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: রাজ্যের একাধিক প্রকল্পে অর্থ বরাদ্দের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আধঘণ্টা ধরে চলে দুজনের বৈঠক। বৈঠক শেষ হওয়ার পরেই সংসদভবনে রওনা  হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদভবনে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকার দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন উপনির্বাচনে রক্তাক্ত হল ভূস্বর্গ, প্রাণ গেল ৭ জনের

কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে ১০৪৫৯ কোটি টাকা। সেই টাকাই চেয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী আরও জানান,  প্রধানমন্ত্রীকে বকেয়া টাকা দ্রুত মেটানোর দাবি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, দীর্ঘ প্রায় সাতমাস পর বৈঠক করলেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন  বড় মাপের দুর্নীতি ধরা পড়ল স্টেট ব্যাঙ্কের বরেইলি শাখায়

.