রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাল কসাভ

এবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে প্রাণভিক্ষার আর্জি জানাল ২৬/১১ কাণ্ডে ধৃত হামলাকারী আজমল কসাভ। আর্থার রোড জেলের কর্তৃপক্ষ কসাভের তরফে ওই আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে।

Updated By: Sep 18, 2012, 04:13 PM IST

এবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে প্রাণভিক্ষার আর্জি জানাল ২৬/১১ কাণ্ডে ধৃত হামলাকারী আজমল কসাভ। আর্থার রোড জেলের কর্তৃপক্ষ কসাভের তরফে ওই আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে।
আর্থার রোড জেল সূত্রে জানা গেছে, তিনদিন আগে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি পৌঁছয় কসাভের হাতে। এরপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি পাঠানো হয়। ছাব্বিশ এগারো কাণ্ডে দশ পাক জঙ্গির মধ্যে একমাত্র কসাভকে জীবিত গ্রেফতার করা হয়। সেই থেকেই এই পাক জঙ্গি কঠোর নিরাপত্তায় মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি।
গত ২৯ অগাস্ট নিম্ন আদালতের ফাঁসির আদেশ বহাল রাখে দেশের শীর্ষ আদালত। এর আগে, ২০১০-এর ৬ মে মুম্বই হামলায় একমাত্র ধৃত পাকিস্তানি জঙ্গি ২৫ বছরের আজমল কসাভের প্রাণদণ্ডের আদেশ দিয়েছিল মুম্বইয়ের বিশেষ `অ্যান্টি টেরর` আদালত। মুম্বই হাই কোর্টও সেই রায় বহাল রাখে।

.