ফের সিবিআইয়ের জেরার মুখে কার্তি চিদাম্বরম
ওয়েব ডেস্ক : দুর্নীতি মামলায় ফের সিবিআই জেরার সামনে বসতে হবে কার্তি চিদাম্বরমকে। আগামী ২৩ অগাস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমকে।
কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে বিদেশের একটি সংবাদ মাধ্যমে মোটা টাকা লগ্নি করার অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে কার্তি ওই সংবাদ মাধ্যমের একজন শরিক। UPA জমানায় বেআইনি ভাবে সেখানে টাকা খাটিয়েছিলেন তিনি। আর তাতে সাহায্য করেন তত্কালীন অর্থমন্ত্রী ও তাঁর বাবা।
আজ এই বিষয়ে সুপ্রিম কোর্টে কার্তি চিদাম্বরমের আইনজীবীর সঙ্গে দীর্ঘ তর্ক হয়। সেখানে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বারংবার বিরোধী দলের নেতার আত্মীয়দের বিরুদ্ধে আইনি জটিলতা এনে আক্রমণ শানানো হচ্ছে। এক্ষেত্রেও কার্তির বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করা হয়েছে বলে আইনজীবীর দাবি।
আরও পড়ুন- কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিসে স্থগিতাদেশ মাদ্রাজ হাইকোর্টের