ভোটারদের বেঁধে আনার হুমকি কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পার

হতাশায় ভুগছে বিজেপি, খোঁচা কংগ্রেসের।  

Updated By: May 5, 2018, 07:14 PM IST
ভোটারদের বেঁধে আনার হুমকি কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পার

নিজস্ব প্রতিবেদন: ভোটারদের হুমকি দিয়ে বিতর্কে কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পা। ভোটপ্রচারে তাঁর হুঁশিয়ারি, কেউ ভোট দিতে না আসলে তাঁর হাত-পা বেধেঁ বুথকেন্দ্রে নিয়ে আসবে দলের কর্মীরা।

বেলাগাভির সভায় দলীয় কর্মীদের উদ্দেশে ইয়েদুরাপ্পা বলেন,''বিশ্রাম নেবেন না এখন। কেউ ভোট দিতে না আসলে বাড়িতে যান, হাত-পা বেঁধে তাঁদের মহন্তেশ ডোগ্গাগোদরের সমর্থনে ভোট দিতে নিয়ে আসুন।''

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার কথায়,''হারের আশঙ্কায় ভুগছে বিজেপি। হতাশা থেকে ভোটারদের হুমকি দিচ্ছে তারা। গণতন্ত্রের অপমান করছেন ইয়েদুরাপ্পা। বিজেপিকে উচিত শিক্ষা দেবেন ভোটাররা।''

এদিন আবার টুইটারে দুর্নীতি অস্ত্রে মোদীকে ঘায়েল করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি প্রশ্ন তুলেছেন,''দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন মোদী, অথচ রেড্ডি ভাইয়েরা ও তাঁদের শিবিরের ৮ জনকে টিকিট দিয়েছে বিজেপি। দুর্নীতিগ্রস্ত ইয়েদুরাপ্পাকে কেন মুখ্যমন্ত্রী করতে চাইছেন মোদী?''

আরও পড়ুন- দিল্লিতে মাজারের রং গেরুয়া-সাদা করে মন্দিরে পরিণত করার অভিযোগ

.