কর্ণাটক আদালতে আম্মার জামিনের আবেদনের শুনানি

আজ কর্ণাটক হাইকোর্টে জয়ললিতার জামিনের আবেদনের শুনানি। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিনের আবেদনের শুনানি ঘিরে করা নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্ণাটক সরকার। সোমবার সন্ধ্যা থেকেই হাইকোর্ট চত্বর-সহ কর্ণাটকের বিভিন্ন স্থানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে।

Updated By: Oct 7, 2014, 09:22 AM IST
কর্ণাটক আদালতে আম্মার জামিনের আবেদনের শুনানি

ওয়েব ডেস্ক: আজ কর্ণাটক হাইকোর্টে জয়ললিতার জামিনের আবেদনের শুনানি। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিনের আবেদনের শুনানি ঘিরে করা নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্ণাটক সরকার। সোমবার সন্ধ্যা থেকেই হাইকোর্ট চত্বর-সহ কর্ণাটকের বিভিন্ন স্থানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে।

মামলার শুনানিকে ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে দক্ষিণী রাজনীতি। আম্মার কারাদ্বণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অনশন চালিয়ে যাচ্ছে এআইএডিএমকে। জামিনের শুনানির জন্য আজ তামিলনাড়ুর রাস্তায় বাস না নামানোর কথা ঘোষণা করেছে বাস মালিক সংগঠন। হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় জয়ললিতাকে দোষী সাব্যস্ত করে বেঙ্গালুরুর বিশেষ আদালত৷ চার বছরের কারাদণ্ডের পাশাপাশি একশো কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয় আম্মাকে।

.