জামিন পেলেন কালমাডি

জামিন পেলেন কমনওয়েলথ দুর্নীতি মামলায় অভিযুক্ত ইন্ডিয়ান অলেম্পিক কমিটিক প্রাক্তন চেয়ারম্যান সুরেশ কলমডি। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কলমডিকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট।

Updated By: Jan 19, 2012, 11:41 AM IST

জামিন পেলেন কমনওয়েলথ দুর্নীতি মামলায় অভিযুক্ত ইন্ডিয়ান অলেম্পিক কমিটিক প্রাক্তন চেয়ারম্যান সুরেশ কলমডি। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কলমডিকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। তবে এখনই দেশ ছাড়তে পারবেন না কলমডি। তাঁকে পাসপোর্ট জমা রাখতে নির্দেশ দিয়েছে আদালত।
কয়েকশো কোটি টাকার কমনওয়েলথ গেমস কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে গত বছর এপ্রিলে কালমাডিকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই থেকে কংগ্রেসী সাংসদের ঠিকানা হয়েছিল তিহার জেল। তাঁর বিরুদ্ধে ক্রীড়াসরঞ্জাম কেনায় দূর্নীতির অভিযোগ ওঠে। যার ফলে সরকারের প্রায় ৯০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়া ষড়যন্ত্র, বেনিয়ম ও প্রতারণার অভিযোগও আছে আইওসির প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে। কমনওয়েলথ গেমস অর্গানাইজিং কমিটির ডিরেক্টর ভি কে ভার্মার জামিনের আবেদনও এদিন মঞ্জুর করেছে আদালত।

.