মায়াবতীর অভিযোগের জবাব দিলেন কুরেশি
রবিবার নিজের ৫৬ তম জন্মদিনে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটের দলীয় প্রার্থী-তালিকা প্রকাশ করতে গিয়ে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন মায়াবতী। বুধবার কড়া ভাষায় বহেনজির সেই অভিযোগের জবাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার শাহাবুদ্দিন ইয়াকুব কুরেশি।
রবিবার নিজের ৫৬ তম জন্মদিনে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটের দলীয় প্রার্থী-তালিকা প্রকাশ করতে গিয়ে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন মায়াবতী। রাজ্য জুড়ে তাঁর ও বিএসপি`র প্রতীক `হাতি`র মূর্তিগুলি ঢেকে দেওয়ার নির্দেশ দেওয়ায় নির্বাচন কমিশনকে সরাসরি `দলিত-বিরোধী` হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি।
বুধবার কড়া ভাষায় বহেনজির সেই অভিযোগের জবাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার শাহাবুদ্দিন ইয়াকুব কুরেশি। বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সংযম বজায় রাখার পরামর্শ দিয়ে তিনি বলেছেন,`মায়াবতীর মতো বরিষ্ঠ নেতার আরও ভেবেচিন্তে মন্তব্য করা উচিত`।
পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, শুধু মায়াবতীর মূর্তি বা বিএসপি`র প্রতীক চিহ্ন নয়, নির্বাচন কমিশনের তরফে ভোট হতে যাওয়া উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে রাখা প্রধানমন্ত্রীর ছবিও সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
কুরেশি জানিয়েছেন, সরকারি জমিতে সরকারি অর্থে নির্মীত মায়াবতী এবং হাতির মূর্তিগুলি সরানোর বিষয়ে নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে দাবি জানান হয়েছিল। এই পরিস্থিতিতে আইন মেনেই পদক্ষেপ করেছে কমিশন।