দেশের সম্মানের কথা ভেবে অপরাধীরাই ফিরিয়ে দিক পদক, আর্জি নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর

নোবেল চুরির ঘটনা অত্যন্ত লজ্জার। তিনি মর্মাহত, হতবাক। দেশে ফিরে এই আক্ষেপ শোনা গেল নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর গলায়। ফের আর্জি জানালেন, দেশের সম্মানের কথা ভেবে অপরাধীরাই ফিরিয়ে দিক পদক, সার্টিফিকেট। গত মঙ্গলবার তাঁর দিল্লির বাড়ি থেকেই চুরি যায় নোবেলের রেপলিকা। সঙ্গে সার্টিফিকেটটিও। দু হাজার চোদ্দ সালে নোবেল শান্তি পুরস্কার পান কৈলাস সত্যার্থী। ঘটনার সময় তিনি আমেরিকা সফরে ছিলেন।

Updated By: Feb 11, 2017, 09:49 AM IST
দেশের সম্মানের কথা ভেবে অপরাধীরাই ফিরিয়ে দিক পদক, আর্জি নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর

ওয়েব ডেস্ক: নোবেল চুরির ঘটনা অত্যন্ত লজ্জার। তিনি মর্মাহত, হতবাক। দেশে ফিরে এই আক্ষেপ শোনা গেল নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর গলায়। ফের আর্জি জানালেন, দেশের সম্মানের কথা ভেবে অপরাধীরাই ফিরিয়ে দিক পদক, সার্টিফিকেট। গত মঙ্গলবার তাঁর দিল্লির বাড়ি থেকেই চুরি যায় নোবেলের রেপলিকা। সঙ্গে সার্টিফিকেটটিও। দু হাজার চোদ্দ সালে নোবেল শান্তি পুরস্কার পান কৈলাস সত্যার্থী। ঘটনার সময় তিনি আমেরিকা সফরে ছিলেন।

আরও পড়ুন ভ্যালেন্টাইন্স ডে-তে ঘুরতে যেতে পারেন বিশ্বের এই আটটি দেশে

অন্যদিকে, রীতিমতো ফিল্মি কায়দায় লুঠ। গুরুগ্রামে মন্নপুরম ফাইনান্সের অফিসে দুষ্কৃতী-হানার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করল পুলিস। তাতে দেখা যাচ্ছে, প্রথমে এক ব্যক্তি আধার কার্ড দেখিয়ে ঢোকার চেষ্টা করে। গার্ড গেট খুলতেই, হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আরেক দুষ্কৃতী।

ধস্তাধস্তির মাঝেই সেখানে হাজির হয়ে যায় গোটা গ্যাং। তুলকালাম কাণ্ড বেঁধে যায়। গত নয়ই ফেব্রুয়ারির এই ঘটনায়, CCTV ফুটেজ দেখেই চিহ্নিত করা সম্ভব হয়েছে দুষ্কৃতীদের। দিনেদুপুরে হওয়া এই ঘটনায় লুঠ হয় প্রায় বত্রিশ কেজি সোনা, যা অর্থমূল্যে প্রায় ন কোটি টাকার সমান। প্রায় আট লক্ষ টাকা নগদেও লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতী দল।

আরও পড়ুন চ্যাট মেসেজকে আরও সুরক্ষিত করতে হোয়াটস অ্যাপের নতুন ফিচার্স

.