উত্তরপ্রদেশে চলছে প্রথম দফার ভোট

নোট বাতিল সঠিক সিদ্ধান্ত না ভুল? জনতার দরবারে শুরু হয়ে গেল তারই শুনানি। উত্তরপ্রদেশে চলছে প্রথম দফার ভোট। রাজ্যের পশ্চিম প্রদেশের ১৫ টি জেলার ৭৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ভোটদাতার সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ। তার মধ্যে ১ কোটি ১৭ লক্ষ মহিলা। ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৬ হাজার ৮২৩। প্রার্থী ৮৩৯ জন। ২০১৪ সালের লোকসভা ভোটে পশ্চিম উত্তরপ্রদেশের প্রতিটি বিধানসভা আসনেই লিড ছিল বিজেপির। সপা-কংগ্রেস জোট সমর্থনের হাওয়ার বিচারে এগিয়ে থাকলেও, পশ্চিম উত্তরপ্রদেশে ভোটব্যাঙ্কের নিরিখে দুর্বল। এই অংশে দলিত, জাঠ, গুর্জরদের বাস। তাই তাঁদের সমর্থন এবার কোন দিকে যায় তার ওপরেই উত্তর প্রদেশের কুর্সির লড়াই নির্ভর করছে।

Updated By: Feb 11, 2017, 09:37 AM IST
উত্তরপ্রদেশে চলছে প্রথম দফার ভোট

ওয়েব ডেস্ক: নোট বাতিল সঠিক সিদ্ধান্ত না ভুল? জনতার দরবারে শুরু হয়ে গেল তারই শুনানি। উত্তরপ্রদেশে চলছে প্রথম দফার ভোট। রাজ্যের পশ্চিম প্রদেশের ১৫ টি জেলার ৭৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ভোটদাতার সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ। তার মধ্যে ১ কোটি ১৭ লক্ষ মহিলা। ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৬ হাজার ৮২৩। প্রার্থী ৮৩৯ জন। ২০১৪ সালের লোকসভা ভোটে পশ্চিম উত্তরপ্রদেশের প্রতিটি বিধানসভা আসনেই লিড ছিল বিজেপির। সপা-কংগ্রেস জোট সমর্থনের হাওয়ার বিচারে এগিয়ে থাকলেও, পশ্চিম উত্তরপ্রদেশে ভোটব্যাঙ্কের নিরিখে দুর্বল। এই অংশে দলিত, জাঠ, গুর্জরদের বাস। তাই তাঁদের সমর্থন এবার কোন দিকে যায় তার ওপরেই উত্তর প্রদেশের কুর্সির লড়াই নির্ভর করছে।

আরও পড়ুন

নিজেকে সঞ্জয় দত্ত গড়ে তুলতে রণবীর কী করছেন জানেন?

.