মার্কিন বিদেশ সচিব জন কেরির সঙ্গে কূটনৈতিক বৈঠক অরুন জেটলি ও সুষমা স্বরাজের

অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী অরুন জেটলির সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন বিদেশসচিব জন কেরি।  সঙ্গে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আগে ভারত-মার্কিন সম্পর্ক নতুনভাবে ঝালিয়ে নেবার প্রচেষ্টা বারাক ওবামার।

Updated By: Aug 1, 2014, 08:56 AM IST
মার্কিন বিদেশ সচিব জন কেরির সঙ্গে কূটনৈতিক বৈঠক অরুন জেটলি ও সুষমা স্বরাজের

নতুন দিল্লি: অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী অরুন জেটলির সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন বিদেশসচিব জন কেরি।  সঙ্গে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আগে ভারত-মার্কিন সম্পর্ক নতুনভাবে ঝালিয়ে নেবার প্রচেষ্টা বারাক ওবামার। মোদী সরকারের অবাধ বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনার বিষয় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

বিকেলে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিদেশসচিব জন কেরি। বৈঠকে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন। দুদেশের বাণিজ্য সম্পর্ক নিয়েই মূলত আলোচনা হবে।  
ভারতের প্রতিরক্ষা, বিদ্যুত্‍ , শিক্ষা-স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে আমেরিকা।

আর্থিক উন্নয়নের লক্ষ্যে ভারত কোন পথে এগোবে তা নিয়েও কথা হবে বৈঠকে। এছাড়া সন্ত্রাস ও আমেরিকার বিরুদ্ধে নজরদারির অভিযোগ উঠেছে তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। সেপ্টেম্বরে মার্কিন  
যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী। সেই সফর প্রসঙ্গে আলোচনার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করবেন জন কেরি।

.