J&K Terrorist: সেনাকে ধোঁকা দিতে হাতে মারাত্মক এইসব 'টুল', কাশ্মীরে নয়া কায়দা জঙ্গিদের
J&K Terrorist: জঙ্গিদের হাতে মারাত্মক একটি অ্যাপ। এটি সাধারণত ব্যবহার করে অ্যাডভেনঞ্চার প্রেমীরা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাম্প্রতিক কালে জম্মু-কাশ্মীরের জঙ্গিদের উপরে জোরাল আঘাত হেনেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এখন তারা অনেকই কোণঠাসা। তবে ভারতীয় সেনার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জঙ্গিদের ব্যবহার করা কিছু যোগাযোগের অস্ত্র। তার মধ্যে রয়েছে স্যাটেলাইট ফোন, রেডিও ফোন। পাশাপাশি সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে তাদের ব্যবহার করা অফলাইন লোকেশন অ্যাপ 'অ্যালপাইন কোয়েস্ট'। এই অ্যাপটি সাধারণতা ট্রেকাররা ব্যবহার করে থাকে।
আরও পড়ুন-চিপকে তিলক বর্মার বিধ্বংসী ব্যাটে দুরমুশ ইংল্যান্ড
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীরে বর্তমানে সক্রিয় জঙ্গি রয়েছে ১২৫ এর কিছু বেশি। এদের মধ্যে ৪৫ জন তাদের কার্যকলাপ চালায় রাজৌরি-পুঞ্চ, কাঠুয়া, উধমপুর, ডোডা, কিস্তওয়ার এলাকায়। লস্কর ই তৈবা, টিআরএফ, জৈশ ই মহম্মদের মতো জঙ্গি সংগঠনের জঙ্গিদের সংখ্যা খুব বেশি হলে ৫০ জন। এরা মূল বিদেশি জঙ্গি। এরাই ব্যবহার করে অ্যালপাইন কোয়েস্ট অ্যাপ। এরা লোকাল জঙ্গিদের খুব কম যোগাযোগ করে। কারণ তাদের তাদের ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ওই অ্যাপ ব্যবহার করে তারা তাদের চলাফেরার উপরে নজর রাখে।
মনে করা হয় গুগুল আর্থ-এর উন্নত সংস্করণ হল অ্যালপাইন কোয়েস্ট। যারা বনে, পাহাড়ে, নদীতে অ্যাডভেঞ্চারের জন্য যায় তারা সাধারণত এই অ্যাপ ব্যবহার করে। আগে থেকেই জানা কোনও রুট ই অ্যাপে সেভ করে রাখা যায়। ফলে ইন্টারনেটের প্রয়োজন হয় না। রাজৌরি-পুঞ্চ হামলায় সময় জঙ্গিরা ওই অ্যাপ ব্যবহার করেছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)