একে৪৭-সহ উদ্ধার ট্রাক, ৩ জইশ জঙ্গিকে গ্রেফতার করে নাশকতার ছক বানচাল করল জম্মু পুলিস

বড়সড় নাশকতার ছক বানচাল কর জম্মু-কাশ্মীর পুলিস। জানা যাচ্ছে, অস্ত্রবোঝাই একটি ট্রাক উদ্ধার করা হয়েছে কাঠুয়া থেকে। চালক-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর পুলিসের প্রাথমিক অনুমান, ধৃ ৩ জনের সঙ্গে লিঙ্ক রয়েছে জইশ জঙ্গি সংগঠনের।

Updated By: Sep 12, 2019, 12:37 PM IST
একে৪৭-সহ উদ্ধার ট্রাক, ৩ জইশ জঙ্গিকে গ্রেফতার করে নাশকতার ছক বানচাল করল জম্মু পুলিস
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: বড়সড় নাশকতার ছক বানচাল কর জম্মু-কাশ্মীর পুলিস। জানা যাচ্ছে, অস্ত্রবোঝাই একটি ট্রাক উদ্ধার করা হয়েছে কাঠুয়া থেকে। চালক-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর পুলিসের প্রাথমিক অনুমান, ধৃত ৩ জনের সঙ্গে লিঙ্ক রয়েছে জইশ জঙ্গি সংগঠনের।

জানা যাচ্ছে, ওই ট্রাক থেকে একে৪৭ বন্দুক উদ্ধার করা গেছে। সীমান্তে বড়সড় নাশকতার ছকের আশঙ্কা করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। উল্লেখ্য, গতকালই  নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মারা যায় লস্কর জঙ্গি আসিফ মকবুল বাট। বুধবার দক্ষিণ কাশ্মীরের সোপরে তাকে কোণঠাসা করে ফেলে আধাসেনা। তার পরেই শুরু হয় গুলির লড়াই। তাদের ছোড়া গ্রেনেডে আহত হয়েছেন ২ জওয়ান।   

আরও পড়ুন- জম্মু-কাশ্মীর নিয়ে ‘মারত্মক ভুল’ করেছিলেন নেহরু, শুধরে নিয়েছেন নরেন্দ্র মোদী : আইনমন্ত্রী

জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, সোপরে ব্যাপক আতঙ্ক তৈরি করেছিল আসিফ। এলাকায় পোস্টার দিয়ে সাধারণ মানুষকে বাইরে বের না হতে ও দোকানদারদের দোকান না খোলার হুঁশিয়ারি দিত। সফি আলম নামে এক শ্রমিককেও সে গুলি করে। মঙ্গলবারই সোপর থেকে ৮ লস্কর জঙ্গিকে গ্রেফতার করে সেনা। তাদের কাছ থেকে লস্করের পোস্টার পাওয়া গিয়েছে। অভিযোগ, ওইসব জঙ্গিরা এলাকার মানুষজনকে বিভিন্ন ধরনের হুমিক দিয়ে পোস্টার দিত।

.