ভিসা করিয়ে দেওয়ার নামে ইতালীয় মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ সরকরি অফিসারের বিরুদ্ধে

ভিসা করিয়ে দেওয়ার নামে ২৭ বছরের ইতালীয় মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল ব্যাঙ্গালোরের এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে। শনিবার এন কৃষ্ণণ নামের ৫৪ বছরের ওই আধিকারিককে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Dec 8, 2013, 12:18 PM IST

ভিসা করিয়ে দেওয়ার নামে ২৭ বছরের ইতালীয় মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল ব্যাঙ্গালোরের এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে। শনিবার এন কৃষ্ণণ নামের ৫৪ বছরের ওই আধিকারিককে গ্রেফতার করেছে পুলিস।

অভিযোগকারিনীর বক্তব্য অনুযায়ী, গত ২৭ নভেম্বর নিজের গাড়িতে তাঁকে হেনস্থা করেন কৃষ্ণণ। গাড়িতে সেন্ট্রেলাইজড লকিং সিস্টেম থাকায় দাড়ি থেকেও নেমেও যেতে পারেননি মহিলা। গাড়ির কাঁচও নামাতে পারেননি। অভিযোগকারিনী বলেন সাংবাদিকদের বলেন, সবকিছু আমার ছোট্ট সন্তানের সামনেই ঘটেছে। অফিসার আমার কাঁধে হাত রাখেন, অন্য হাত দিয়ে আমার শিশুকে আমার কোল থেকে সরিয়ে দেন। তারপর আমার শার্টির ভিতর হাত ঢোকান। অভিযোগে তিনি লিখেছেন, তাঁর সাংয়িক আর্থিক সমস্যার সুযোগ নিয়েছেন অভিযুক্ত।

চলতি বছরের ১৫ জানুয়ারি একটি সংস্থার ক্যাফেটেরিয়া ও বেকারির কনসালটেন্সিতে কাজ নিয়ে ভারতে আসেন মহিলা। ১ ফেব্রুয়ারি কাজে যোগ দেন তিনি। ১৫ এপ্রিল তাঁর ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু চাকরি ছাড়ার পর একটি দুর্ঘটনায় জখম হয়ে তাঁকে থেকে যেতে হয়। পয়সা না থাকার জন্য অস্ত্রপচার না করিয়ে ফিজিওথেরাপি করাচ্ছিলেন তিনি। এরপর ৭ নভেম্বর ভিসার জন্য অনলাইনে আবেদন করেন তিনি। তারপরই ২৭ নভেম্বর ফরেনরস রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে ফোন করে ভিসা ও টিকিটের নিয়ে যেতে বলা হয়।

.