আরও কড়া হওয়ার ইঙ্গিত আয়কর দফতরের

নোট বন্দির পর এবার আরও কড়া হচ্ছে আয়কর দফতর। আয়কর রিটার্নে বড়সর রদবদল করলেই পড়তে হতে পারে সাজার মুখে। এমনটাই জানাচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস। CBDT সূত্রে খবর, তিরিশে সেপ্টেম্বরের আগে দেওয়া IT  রিটার্নে বড় রদবদল করলেই পড়তে হবে স্ক্রুটিনির মুখে। বড় রকমের গলদ ধরা পড়লে শুধু ক্ষতিপূরণ নয় শাস্তিও  হবে।

Updated By: Dec 14, 2016, 03:26 PM IST
আরও কড়া হওয়ার ইঙ্গিত আয়কর দফতরের

ওয়েব ডেস্ক : নোট বন্দির পর এবার আরও কড়া হচ্ছে আয়কর দফতর। আয়কর রিটার্নে বড়সর রদবদল করলেই পড়তে হতে পারে সাজার মুখে। এমনটাই জানাচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস। CBDT সূত্রে খবর, তিরিশে সেপ্টেম্বরের আগে দেওয়া IT  রিটার্নে বড় রদবদল করলেই পড়তে হবে স্ক্রুটিনির মুখে। বড় রকমের গলদ ধরা পড়লে শুধু ক্ষতিপূরণ নয় শাস্তিও  হবে।

এদিকে, দেশজুড়ে আয়কর দফতরের হানায় উদ্ধার কোটি কোটি টাকা। বেঙ্গালুরুতে আয়কর দফতরের হানায় উদ্ধার ২ কোটি ২৫ লক্ষ টাকা। অধিকাংশই ৫০০ এবং ২০০০ হাজার টাকার নতুন নোট। গোয়ার পানাজিতেও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় আয়কর দফতর। উদ্ধার ৬৮ লক্ষ টাকার নতুন নোট। মহারাষ্ট্রের থানেতেও একই ভাবে ১ কোটি ৪০ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার করেছে ক্রাইম ব্রাঞ্চ। এছাড়া চণ্ডীগড়েও ED হানায় উদ্ধার ২ কোটি ১৮ লক্ষ টাকা। এর মধ্যে নতুন নোট ১৭ কোটি ৭৪ লক্ষ টাকার।

আরও পড়ুন, নোট বাতিলের 'ভালো দিক', আমজনতার সুরাহা যেখানে!

.