ইরাকে অপহৃত ৩৯ ভারতীয় শ্রমিককে হত্যা করেছে আইএস, সংসদে জানালেন সুষমা
২০১৪ সালে ইরাকের মসুলে ওই ৩৯ জন শ্রমিককে অপহরণ করে আইএস জঙ্গিরা। এদের অধিকাংশই পঞ্জাবের। বাকীরা হিমাচলপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারের
নিজস্ব প্রতিবেদন: প্রায় চার বছর পর উৎকন্ঠার অবসান। ইরাকে নিখোঁজ চার রাজ্যের ৩৯ শ্রমিককে মেরেই ফেলেছে আইএস জঙ্গিরা। ২০১৪ সালে ওইসব শ্রমিকদের মসুল থেকে অপহরণ করে আইএস জঙ্গিরা। মঙ্গলবার রাজ্যসভায় একথা জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
Yesterday we got information that DNA samples of 38 people have matched and DNA of the 39th person has matched 70 per cent: EAM Sushma Swaraj in #RajyaSabha on 39 Indians kidnapped in Iraq's Mosul pic.twitter.com/almEfDANlz
— ANI (@ANI) March 20, 2018
সুষমা স্বরাজ সংসদে বলেন, ‘ইরাকে নিখোঁজ ৩৯ ভারতীয় শ্রমিক মারা গিয়েছেন। তাদের মৃতদেহ সমাধি থেকে তোলা হয়েছে। ওইসব নিখোঁজ শ্রমিকদের ডিএনএ স্যাম্পল পাঠানো হয়েছিল। সোমবারই জানা গিয়েছে ওইসব স্যাম্পলের সঙ্গে মৃতদের ডিএনএ ম্যাচ করেছে। শ্রমিকদের বেশিরভাগই পঞ্জাবের। বাকিরা পশ্চিমবঙ্গ, বিহার ও হিমাচলপ্রদেশের।’
General VK Singh will go to Iraq to bring back mortal remains of Indians killed in Iraq. The plane carrying mortal remains will first go to Amritsar, then to Patna and then to Kolkata: EAM on 39 Indians who were kidnapped in Mosul pic.twitter.com/A0p6UaUMtp
— ANI (@ANI) March 20, 2018
বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, নিহত শ্রমিকদের দেহাংশ দেশে আনা হচ্ছে। বিদেশ প্রতিমন্ত্রী স্বয়ং ইরাকে যাচ্ছেন। বিশেষ বিমানে ওইসব দেহাংশ প্রথম আনা হবে পঞ্জাবে। তার পরে তা পাঠানো হবে পটনা ও কলকাতায়।
For past 4 yrs EAM was telling me that they were alive,don't know what to believe anymore.I am waiting to speak with her,no information was given to us,we heard her statement she made in Parliament: Gurpinder Kaur, sister of Manjinder Singh who was among 39 Indians killed in Iraq pic.twitter.com/fwNqRoRPUG
— ANI (@ANI) March 20, 2018
আরও পড়ুন-মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে ও তার মায়ের দেহ উদ্ধার হাবড়ায়
উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের মসুলে ওই ৩৯ জন শ্রমিককে অপহরণ করে আইএস জঙ্গিরা। এদের অধিকাংশই পঞ্জাবের। বাকীরা হিমাচলপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারের। গতবছর জুলাই মাসে সুষমা স্বরাজ সংসদে বিবৃতি দিয়ে জানান, ‘নিখোঁজ ওইসব শ্রমিকদের এখনই মৃত বলে ঘোষণা করা যাবে না। কারণ আমাদের হাতে কোনও প্রমাণ নেই।’
We had expected this, it should have been announced earlier, it was known since much earlier: Punjab CM Capt Amarinder Singh on death of 39 Indians in Iraq's Mosul pic.twitter.com/Ov4O0GwNBc
— ANI (@ANI) March 20, 2018
ইরাকি সেনা মসুল দখল নেওয়ার পর বিদেশ মন্ত্রকের তরফে ইরাক সরকারকে ওইসব শ্রমিকদের ব্যাপারে খোঁজখবর করতে অনুরোধ করা হয়। তার পরেই জানা যায় সম্ভবত ওইসব শ্রমিকদের মেরে ফেলা হয়েছে। ফলে আত্মীয়দের ডিএনএ স্যাম্পল ম্যাচ করানো ছাড়া নিহত শ্রমকদের চিহ্নিত করার উপায় নেই। এরপরই নিখোঁজ শ্রমিকদের আত্মীয়দের ডিএনএ স্যাম্পল বাগদাদে পাঠানো হয়। এতদিনে তার রিপোর্ট এসেছে।