প্রয়াত ভি কে শশীকলার স্বামী এম নটরাজন

শনিবার বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এম নটরাজনকে। সেখানেই সোমবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর।

Updated By: Mar 20, 2018, 11:43 AM IST
প্রয়াত ভি কে শশীকলার স্বামী এম নটরাজন

নিজস্ব প্রতিবেদন: ভি কে শশীকলার স্বামী এম নটরাজনের মৃত্যু হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। শশীকলা এআইএডিএমকে-র প্রয়াত নেত্রী জয়ললিতার একসময়ের ছায়াসঙ্গী। আর্থিক দুর্নীতির মামলায় এখন বেঙ্গালুরুতে জেল খাটছেন তিনি। শনিবার বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এম নটরাজনকে। সেখানেই সোমবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। স্বামীর অন্ত্যেষ্টিতে যোগ দিতে শশীকলা প্যারোলে মুক্তি পাবেন বলে আশা আত্মীয়দের।

আরও পড়ুন- পিএসসি-র মাধ্যমে শ’খানেক লোক নিচ্ছে রাজ্য সরকার

প্রসঙ্গত উল্লেখ্য, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষা সাব্যস্ত হয়ে বর্তমানে কর্ণাটকের জেলে রয়েছেন ভি কে শশীকলা। শশীকলা, তাঁর স্বামী এবং পরিবারের বিরুদ্ধে মাফয়া চক্র চালানোর অভিযোগ উঠেছে বারবার। জয়ললিতার ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই তাঁরা এই গ্যাং পরিচালনা করত বলে অভিযোগ। গোটা বিষয়টিতে ক্ষুব্ধ হয়ে, এক সময় শশীকলা ও তাঁর পরিবারের সংশ্রব ত্যাগ করেছিলেন জয়ললিতা। পরবর্তী সময়ে এম নটরাজনের সঙ্গে দূরত্ব রাখার শর্তে তিনি ফের শশীকলাকে নিজের ঘনিষ্ঠ বৃত্তে স্থান দেন।

.