বুধবার রেলবাজেট, শিকে ছিড়বে কি রাজ্যের ভাগ্যে?
বুধবারের রেলবাজেটেও কার্যত অধরাই থাকতে চলেছে রাজ্যের স্বপ্ন। অন্তর্বর্তী বাজেটে রাজ্যের জন্য নতুন কিছু ট্রেন আর প্রকল্পের ঘোষণা করা হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যে প্রতিশ্রুতি শোনা গিয়েছিল পূরণ হচ্ছে না তার সিকিভাগও। রেলকে ঘিরে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবারের রেলবাজেটেও কার্যত অধরাই থাকতে চলেছে রাজ্যের স্বপ্ন। অন্তর্বর্তী বাজেটে রাজ্যের জন্য নতুন কিছু ট্রেন আর প্রকল্পের ঘোষণা করা হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যে প্রতিশ্রুতি শোনা গিয়েছিল পূরণ হচ্ছে না তার সিকিভাগও। রেলকে ঘিরে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিশ্রুতি তালিকায় ছিল রাজ্যে ৪০০ কিলোমিটারের বেশি নতুন রেললাইন, আন্তর্জাতিক মানের রেল স্টেশন, ডবল ডেকার ট্রেন, মেট্রোর সম্প্রসারণ। প্রাক্তন রেলমন্ত্রী এখন মুখ্যমন্ত্রী। কিন্তু রেলকে ঘিরে তাঁর দেখানো অধিকাংশ স্বপ্নই এখনও অধরাই থেকে গিয়েছে। উল্টে রেলের আয় কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে।
এক বছরেরও বেশি সময় ধরে রেল প্রতিমন্ত্রীর দায়িত্বে অধীর চৌধুরী। পরিস্থিতির আমূল বদল হয়েছে একেবারেই নয়। বরং রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ বার বার উঠে এসেছে অধীর চৌধুরীর বক্তব্যে।
বুধবার রেল বাজেট। লোকসভা ভোটের দুমাস আগের অন্তর্বর্তী বাজেটে অসংখ্য ঘোষণার কার্যত কোনও সুযোগ নেই। তবুও রেলমন্ত্রক সূত্রে খবর পশ্চিমবঙ্গের জন্য কিছু নির্দিষ্ট ঘোষণা থাকার সম্ভাবনা এবারের রেল বাজেটে।
সম্ভাব্য ১- আরও নতুন ট্রেনের ঘোষণা।
সম্ভাব্য ২- শিয়ালদা স্টেশনে নতুন করে ছটি প্ল্যাটফর্মের প্রস্তাব।
সম্ভাব্য ৩- অধিকাংশ স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট কাউন্টার।
সম্ভাব্য ৪- প্রতিটি লোকাল ট্রেন বারো বগির।
সম্ভাব্য ৫- ছটি রেলের উড়ালপুল।
সম্ভাব্য ৬- ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ।
যাত্রী পরিষেবার ক্ষেত্রেও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকবে রেল বাজেটে। যাত্রী সুরক্ষা নিয়েও কিছু পরিকল্পনার কথা শোনা যাবে রেলমন্ত্রীর গলায়। তবে রেল মন্ত্রক সূত্রে খবর, বাজেটের মূল ফোকাসে থাকবে রেলের আর্থিক সঙ্কটের কথা। আর আর্থিক সঙ্কটের ছবি তুলে ধরত গিয়েই আঙুল তোলা হতে পারে প্রাক্তন রেলমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।