সবার প্রথমে ক্যাশলেস হল দেশের এই অঞ্চলটি!

নোট বাতিলের ফলে সারা দেশে যখন নগদের আকাল। তখন বেশি করে মানুষকে ডিজিটাল ইকোনমিতে অভ্যস্ত হতে বলছে কেন্দ্র। অনলাইন লেনদেন থেকে কার্ড পেমেন্ট। পুরোটাই হোক ক্যাশলেস। মোদীর 'ডিজিটাল ইন্ডিয়া' স্বপ্নে সবার আগে নাম তুলল দেশের এই অঞ্চলটি।

Updated By: Dec 22, 2016, 08:52 PM IST
সবার প্রথমে ক্যাশলেস হল দেশের এই অঞ্চলটি!

ওয়েব ডেস্ক : নোট বাতিলের ফলে সারা দেশে যখন নগদের আকাল। তখন বেশি করে মানুষকে ডিজিটাল ইকোনমিতে অভ্যস্ত হতে বলছে কেন্দ্র। অনলাইন লেনদেন থেকে কার্ড পেমেন্ট। পুরোটাই হোক ক্যাশলেস। মোদীর 'ডিজিটাল ইন্ডিয়া' স্বপ্নে সবার আগে নাম তুলল দেশের এই অঞ্চলটি।

দমন ও দিউ। আরব সাগর উপকূলে অবস্থিত এই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের পুরো অর্থনীতিটাই এখন ক্যাশলেস। সম্প্রতি দমন-দিউতে এক সফরে গিয়ে এই উদ্যোগের জন্য প্রশংসা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির। সরকারি ভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, প্রশিক্ষিত ভলান্টিয়ারদের ১৯০টি দল ২৫০০০ বাড়িতে ঘুরে ঘুরে বাসিন্দাদের এই প্রশিক্ষণ দেয়। গত ৪৫ দিনে দমন ও দিউতে ঘুরতে যাওয়া ৩২,০০০ পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা মোট ৩৫০০GB ডেটা ব্যবহার করেছেন।

আরও পড়ুন, দাউ দাউ করে আগুন জ্বলছে ১৪০টি বাড়িতে

.