দক্ষিণ এশিয়ায় অপুষ্টির হারে শীর্ষে ভারত
সম্প্রতি ইউনিসেফের সমীক্ষায় উঠে এসেছিল ভারতে ৫ বছরের নিচে ১০ লক্ষ শিশুর মৃত্যু হয়েছে শুধুমাত্র অপুষ্টিজনিত কারণে। এই সংখ্যা দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবথেকে বেশি। ইউনিসেফের সমীক্ষায় উঠে এসেছে ভারতে তফশিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে অপুষ্টির হার অন্য সম্প্রদায়ের তুলনায় অন্তত ২০ শতাংশ বেশি।
ওয়েব ডেস্ক: সম্প্রতি ইউনিসেফের সমীক্ষায় উঠে এসেছিল ভারতে ৫ বছরের নিচে ১০ লক্ষ শিশুর মৃত্যু হয়েছে শুধুমাত্র অপুষ্টিজনিত কারণে। এই সংখ্যা দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবথেকে বেশি। ইউনিসেফের সমীক্ষায় উঠে এসেছে ভারতে তফশিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে অপুষ্টির হার অন্য সম্প্রদায়ের তুলনায় অন্তত ২০ শতাংশ বেশি।
ভারতের একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত রিপোর্ট বলছে অপুষ্টির অন্যতম প্রধান কারণ ভিটামিন এ-র অভাব। দেশের গ্রামাঞ্চলের ৫৮ শতাংশ শিশু অপুষ্টিজনিত রোগের শিকার। এই বিষয়ে আয়োজিত অ্যাকিউট ম্যালনিউট্রিশন-অ্যান এভরিডে এমারজেন্সি নামক আলোচনা সভায় উঠে এসেছিল দেশের দরিদ্র, আদিবাসী, দলিত সম্প্রদায়ের অধিকাংশ শিশুমৃত্যুর কারণই অপুষ্টি।
এই সমস্যা দূরীকরণে মঙ্গলবার জেনারেল নিউট্রিশন প্রোগ্রাম লঞ্চ করে এসিএফ ইন্ডিয়া ও ফাইট হাঙ্গার ফাউন্ডেশন।