বায়ুসেনার জন্য শক্তিশালী কমব্যাট চপার তৈরি শুরু করছে HAL

Updated By: Aug 24, 2017, 08:24 PM IST
বায়ুসেনার জন্য শক্তিশালী কমব্যাট চপার তৈরি শুরু করছে HAL

ওয়েব ডেস্ক: ভারতেই দেশীয় প্র‌যুক্তিতে তৈরি হবে ‌যুদ্ধের জন্য হালকা হেলিকপ্টার। ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় সেনার জন্য ওই হালকা অথচ শক্তিশালী কপ্টার তৈরি করবে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড।

ডিফেন্স অ্যাকুইজেশন কমিটি ন’মাস আগেই ওই কপ্টার উৎপাদনের ব্যাপারে ছাড়পত্র দিয়ে দেয়। আপাতত ১৫টি ওই ধরনের কপ্টার তৈরি হচ্ছে। খরচ হবে ২,৯১১ কোটি টাকা। শনিবার ওই কপ্টার উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুই ইঞ্জিনের ওই কপ্টারে বসতে পারবেন পাইলট ও উইপনস সিস্টেম অপারেটর। কপ্টারটির নকশা তৈরি করেছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের রোটারি উইং। আধুনিক ‌যুদ্ধে ব্যবহৃত কপ্টারের সব সুবিধেই থাকবে এই কপ্টারে।

কপ্টারটিতে থাকছে ২০ এমএম টারেট গান, ৭০ এমএম রকেট, বায়ু থেকে বায়ুতে আঘাত করার মতো মিসাইল ছোঁড়ার ব্যবস্থা। অত্যন্ত প্রতিকূল আবহাওয়ায় কাজ করতে পারবে এই কপ্টার। সিয়াচেনের মতো জায়গায় এই কপ্টারটি ‌যাতে কাজ করতে পারে সেরকম করেই তৈরি করা হচ্ছে কপ্টারটি।

অারও পড়ুন-বড়সড় রদবদলের সম্ভাবনা কেন্দ্রীয় মন্ত্রিসভায়, জেনে নিন কারা হতে পারেন নতুন মন্ত্রী

.