India Economy: জাপানকে পেছনে ফেলে দুনিয়ার তৃতীয় বৃহত্ অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত, বলছে সমীক্ষা
India Economy: এই মুহূর্তে ভারতের জিডিপি ব্রিটেন ও ফ্রান্সের থেকে বেশি। ২০২২ সালেই ওই দুই দেশকে পেছনে ফেলে দিয়েছে ভারত। ওই রিপোর্ট অনুযায়ী ২০৩০ সালে জার্মানিকেও টপকে যাবে ভারত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। আন্তর্জাতিক আর্থিক সমীক্ষা সংস্থার দাবি, আগামী ৭ বছরে দুনিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে আসবে ভারত। আগামী ২০৩০ সালে ভারতের অর্থনীতির আকার হবে ৭.৩ ট্রিলিয়ন ডলার। অর্থাত্ ৫ ট্রিলিয়ন ডলারের ইকোনমি জাপানকেও পেছনে ফেলে দেবে ভারত। এমনটাই দাবি করেছে এস অ্যান্ড পি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স।
আরও পড়ুন-'ওরা প্রতিদিন ৮ কেজি করে পাঁঠা খায়!' হতশ্রী বাবরদের দেখে ফুঁসছেন আক্রম
কীভাবে হবে এই উত্থান? এস অ্যান্ড পি-র দাবি,ভারতের আর্থিক উন্নতির পেছনে কাজ করছে একাধিক ফ্যাক্টর। এর মধ্যে রয়েছে ভারতের যুবশক্তি, শহুরে এলাকায় মানুষের আয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগের মেতা বিষয়। ওই রিপার্টে বলা হয়েছে, ভারতের জিডিপি ২০২২ সালে ছিল ৩.৫ ট্রিলিয়ন ডলার। আর ২০৩০ সালে তা বেড়ে হবে ৭.৩ ট্রিলিয়ন ডলার। জাপানকে পেছনে ফেলে ভারত হবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইকোনমি। বিভিন্ন মহল থেকে মনে করা হচ্ছে ২০২৪ সালের মার্চে ভারতের জিডিপি ৬.২ শতাংশ থেকে বেড়ে ৬.৩ শতাংশ হবে।
উল্লেখ্য, এই মুহূর্তে ভারতের জিডিপি ব্রিটেন ও ফ্রান্সের থেকে বেশি। ২০২২ সালেই ওই দুই দেশকে পেছনে ফেলে দিয়েছে ভারত। ওই রিপোর্ট অনুযায়ী ২০৩০ সালে জার্মানিকেও টপকে যাবে ভারত। অন্যদিকে, জাপানের গ্রস ডেমেস্টিক প্রোডাক্ট এবছর জার্মানিকেও পার করে যাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)