আমির খানের মত মানুষদের থাকার জন্য ভারতই সবচেয়ে নিরাপদ জায়গা, বললেন তসলিমা
Updated By: Nov 25, 2015, 10:27 PM IST
মুসলিম কট্টরপন্থীদের হুমকির জন্য ২১ বছর দেশের বাইরে থাকা তসলিমা নাসরিন বললেন, আমির খানের মতো সেলিব্রিটিদের জন্য ভারতই হল সবচেয়ে নিরাপদ জায়গা। টুইটারে আমির খানকে কটাক্ষের সুরে তসলিমা লেখেন, অসহিষ্ণুতা কম-বেশি বিশ্বের সব জায়গায় রয়েছে। তবে আমিরের মত মানুষদের জন্য ভারতই হল সবচেয়ে নিরাপদ জায়গা।
এর আগে পিকে রিলিজের পর তসলিমা বলেছিলেন, পিকে তৈরি করে অনেক টাকা রোজগার করলেন, কিন্তু আমি নিশ্চিত এই সিনেমা আপনি বাংলাদেশে কিংবা পাকিস্তানে বানালে আপনার মৃত্যু নিশ্চিত ছিল।
এদিকে, অসহিষ্ণুতা সমালোচনার জবাব দেওয়ার পরও আমিরকে কটাক্ষকে করতে ছাড়ছেন না সরকারপন্থী বুদ্ধিজীবীরা। আজও বিজেপির এক নেতাকে পিকের সাফল্যের কথা টেনে এনে তাঁকে আক্রমণ করেন।