এবার নৌকাতেই তৈরি হচ্ছে পোস্ট অফিস, জলপথেই মিলবে পরিষেবা
পরিষেবা দেওয়ার জন্য নৌকাতেই তৈরি হচ্ছে পোস্ট অফিস। সেই পোস্ট অফিসই পৌঁছে যাবে মানুষের কাছে।
নিজস্ব প্রতিবেদন: রানার আর শুধু ছুটবে না। এবার নৌকাতে চেপেও পৌঁছে যাবে আপনার কাছে। অবিশ্বাস্য হলেও সত্যি। এবার এমনই পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ।
ওই পরিষেবা দেওয়ার জন্য নৌকাতেই তৈরি হচ্ছে পোস্ট অফিস। সেই পোস্ট অফিসই পৌঁছে যাবে মানুষের কাছে।
আরও পড়ুন: রাফাল নিয়ে মোদীর বিরুদ্ধে কুত্সার অভিযোগ, দেশের ৭০ জায়গায় সাংবাদিক সম্মেলন করবে বিজেপি
কেন এই অভিনব উদ্যোগ নিতে চলেছে ভারতীয় ডাকবিভাগ? উত্তরে জানা গেল, এই উদ্যোগের আসল কারণ কুম্ভমমেলা। সেখানেই এই পরিষেবা দেওয়া হবে। এমনতিই কুম্ভমেলার জন্য প্রয়াগরাজে (এলহাবাদ) দশটি ডাকঘর তৈরি করা হয়েছে।
এছাড়াও একটি নৌকায় ডাকঘর তৈরি করা হয়েছে। সেই ডাকঘরই জলে থাকবে। প্রয়োজনমতো পূণ্যার্থীদের কাছে আসবে। তখনই পূণ্যার্থীরা পরিজনদের চিঠি পাঠাতে পারবেন। প্রয়োজনে মেলার কোনও স্মৃতিচিহ্ন সঙ্গে সঙ্গে পাঠানোর ব্যবস্থা করতে পারবেন।
ডাকবিভাগের মতে, ডাক পরিষেবা দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যোগাযোগের অন্যতম মাধ্যম। আর কুম্ভমেলায় ডাকবিভাগ থেকেই বেশি মানুষ আসেন। সেই কারণেই ডাক পরিষেবার অনেক বেশি জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রায়বরেলির হামসফর হতে আজ ১১০০ কোটির উপহার নিয়ে সোনিয়ার গড়ে মোদী
কুম্ভমেলার জন্য বিশেষ ডাক টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া পূণ্যার্থী চাইলেও নিজেদের ছবিওয়ালা ডাক টিকিট তৈরি করতে পারবেন। সেই জন্য একটি বিশেষ যন্ত্র কুম্ভমেলার ডাকঘরগুলিতে বসানো হচ্ছে।