দেশের সমস্ত সুখই বিমানের উড়ান রধ করল বায়ুসেনা

টেকনিকাল পরীক্ষার জন্য দেশের সমস্ত সুখই-৩০  বিমানের উড়ানে লালবাতি দেখাল বায়ুসেনা। পুণেতে দিনকতক আগে একটি সুখই বিমানদুর্ঘটনায় পড়ার পরই এই নির্দেশ পৌঁছয় দেশের সবকটি সেনা ঘাঁটিতে।

Updated By: Oct 22, 2014, 04:56 PM IST
 দেশের সমস্ত সুখই বিমানের উড়ান রধ করল বায়ুসেনা

নয়াদিল্লি: টেকনিকাল পরীক্ষার জন্য দেশের সমস্ত সুখই-৩০  বিমানের উড়ানে লালবাতি দেখাল বায়ুসেনা। পুণেতে দিনকতক আগে একটি সুখই বিমানদুর্ঘটনায় পড়ার পরই এই নির্দেশ পৌঁছয় দেশের সবকটি সেনা ঘাঁটিতে।

জানানো হয়েছে প্রত্যেকটি বিমানের ইঞ্জিন পরীক্ষার পরই আকাশে ওড়ার সবুজ সংকেত পাবে সুখই-৩০।  গত ১৪ অক্টোবর পুণেতে একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। তার জেরেই ফের একবার প্রশ্নের মুখে পড়ে দেশের আকাশ বাজ গুলির নিরাপত্তা।  ২০ কিলোমিটারের ছোট রানওয়েতে অবতরণের জেরে দুর্ঘটনাটি ঘটে। তবে অক্ষত রয়েছেন বিমান চালক।

এই মুহূর্তে দেশের কাছে ২০০টি সুখই বিমান রয়েছে। দেশের সেনা বিমানগুলির মধ্যে এর স্থান তিন নম্বরে।

 

.