India Forex reserve: রেকর্ড বাড়ল দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ, লাফিয়ে বাড়ল সোনার পরিমাণও

India Forex reserve: বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি দেশের সোনার সঞ্চয়ের পরিমাণও বেড়েছে লক্ষ্যনীয়ভাবে। গত এক সপ্তাহে সোনা রিজার্ভের পরিমাণ বেড়েছে ৩৫৭ মিলিয়ন ডলার

Updated By: Mar 30, 2024, 06:40 PM IST
India Forex reserve: রেকর্ড বাড়ল দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ, লাফিয়ে বাড়ল সোনার পরিমাণও

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাফিয়ে বাড়াল ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য় অনুযায়ী গত ২২ মার্চ পর্যন্ত দেশের বিদেশি মুদ্রার সঞ্চয়কে পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৬৪২.৬৩ বিলিয়ন ডলার বা ৬৪২৬৩ কোটি টাকা।

আরও পড়ুন-মধ্যবিত্তের নাভিশ্বাস! এক লাফে ৮০০ ওষুধের দাম ১ তারিখ থেকেই...

২০২১ সালে বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ের পরিমাণ রেকর্ড ছুঁয়েছিল। তার পর থেকে তারা ক্রমশ নীচে নামতে থাকে। টাকার দামের অবমূল্যায়ন রুখতে গিয়ে ফেডারেল রিজার্ভ ক্রমশ তলানিতে ঠেকে যায়। ২০২২ সালে বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৫২৪.৫ বিলিয়ন ডলার বা ৫২৪৫০ কোটি টাকায়।

উল্লেখ্য, ১ মার্চ আরবিআই বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের যে হিসেব প্রকাশ করেছিল তাতে দেশে, সঞ্চয়ের পরিমাণ ছিল ৬৫৫ কোটি ডলার। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৬২,৫০০ কোটি টাকা। গত সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। এর আগে আরবিআই যে হিসেবে দিয়েছিল তাতে রিজার্ভ বেড়েছিল ২৯৭ কোটি ডলার। গত ১ মার্চের আগের সপ্তাহে রিজার্ভ বাড়ে ৬৫৫ কোটি ডলার।

বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি দেশের সোনার সঞ্চয়ের পরিমাণও বেড়েছে লক্ষ্যনীয়ভাবে। গত এক সপ্তাহে সোনা রিজার্ভের পরিমাণ বেড়েছে ৩৫৭ মিলিয়ন ডলার। এক সপ্তাহে দেশে সোনার রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে ৫১.৪৯ বিলিয়ান ডলার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.