Bengal Weather Update: এই পৌষেই ঘন গাঢ় কুয়াশা, তীব্র শৈত্যপ্রবাহ, তুষারপাতও! ঝঞ্ঝা-বাধা পেরিয়ে এবার কি হাড়কাঁপানো ঠান্ডা?

Bengal Winter Update: এসে গেল রবিবারের আবহাওয়ার আপডেট। জানা গেল, আজ, রবিবার দার্জিলিঙে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকেছেও উত্তরবঙ্গের পাঁচ জেলা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা।

Updated By: Dec 22, 2024, 09:32 AM IST
Bengal Weather Update: এই পৌষেই ঘন গাঢ় কুয়াশা, তীব্র শৈত্যপ্রবাহ, তুষারপাতও! ঝঞ্ঝা-বাধা পেরিয়ে এবার কি হাড়কাঁপানো ঠান্ডা?

অয়ন ঘোষাল: এসে গেল রবিবারের আবহাওয়ার আপডেট। জানা গেল, আজ, রবিবার দার্জিলিঙে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকেছেও উত্তরবঙ্গের পাঁচ জেলা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা। বৃষ্টির পরে তাপমাত্রা সামান্য নামলেও ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। তাই বড়দিনেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আজ, রবিবার ও শুক্রবার পরপর পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে।

আরও পড়ুন: Bengal Weather Update: ঘন গাঢ় কুয়াশায় ঢাকল বাংলা! দৃশ্যমানতা নামল ৩০ মিটারের নীচে...

সিস্টেম 

গভীর নিম্নচাপ সমুদ্রেই ক্রমশ শক্তি হারাবে। তবে খুব ধীরে এটি শক্তি হারাবে এবং এর অভিমুখ থাকবে পূর্ব ও উত্তর-পূর্ব দিক। নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। আজ রবিবার ২২ ডিসেম্বর এবং শুক্রবার ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে আসাম, বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।

দক্ষিণবঙ্গ
 
রাতের তাপমাত্রা সামান্য কমল। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। হালকা কুয়াশা সকালের দিকে, বেলা বাড়লে পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবারের মধ্যে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপর আগামী সপ্তাহে একই রকম থাকবে তাপমাত্রা। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গ
 
হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। তুষারপাত হবে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা। আজ ঘন কুয়াশার সতর্কবার্তা ৫ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা জেলায়। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।

কলকাতা
 
সকালের দিকে সামান্য ধোঁয়াশা, আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। ফিরবে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। মেঘলা আকাশ, বৃষ্টিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নামলও প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও স্বাভাবিকের উপরেই সর্বনিম্ন তাপমাত্রা।

কলকাতার তাপমান 

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.৩ মিলিমিটার।

আরও পড়ুন: Howrah: এবার অচেনা হয়ে যাবে চেনা হাওড়াই! পুরনো রেলসেতুর পাশেই তৈরি হচ্ছে অত্যাধুনিক কেবল ব্রিজ এবং...

ভিনরাজ্য 

ঘন কুয়াশার দাপট পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে। কুয়াশার দাপট বিহার ঝাড়খন্ড সিকিম আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গে। চরম শৈত্য প্রবাহ হিমাচল প্রদেশে। শৈত্য প্রবাহ চলবে জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.