RBI: মোদীর সামনে বড় চ্যালেঞ্জ! গত আড়াই মাস ধরে ক্রমাগত কমছে দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের পরিমাণ
RBI: গত কয়েকমাস ধরেই বৈদেশিক মূদ্রার পরিমাণ বাড়ছে পাকিস্তানের। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বৈদেশিক মূদ্রা সঞ্চয়ের পরিমাণ আগের সপ্তাহগুলির তুলনায় কমেছে মাত্র ১৯.১ মিলিয়ন ডলার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্রুত কমছে ভারতে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। এনিয়ে পরপর ২ সপ্তাহ কমল বিদেশি মূদ্রার পরিমাণ। নভেম্বর মাসের শেষ সপ্তাহকে বাদে দিল গত আড়াই মাস ধরে কমছে বৈদেশিক মুদ্রার পরিমাণ। ফলে এনিয়ে মাথাব্য়থা বাড়াছে ভারতে। গত ১৩ ডিসেম্বর যে সপ্তাহ শেষ হয়েছে সেইসময় বৈদেশিক রিজার্ভ ১.৯ বিলিয়ন ডলার কমে যায়। অন্যদিকে, পড়শি দেশ পাকিস্তানের রিজার্ভ বাড়ছে।
আরও পড়ুন-কেন ভোগান্তি হাওড়ায়? ভেঙে ফেলা হচ্ছে ১০০ বছরের পুরনো সেতু, সঙ্গে রয়েছে আরও বিপর্যয়...
রিজার্ভ ব্যাঙ্কের তরফে যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ভারতের বৈদেশিক মুদ্রার পরিমাণ গত ৬ মাসের মধ্যে এখন সবচেয়ে কম। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতের বৈদেশিক রিজার্ভের পরিমাণ কমেছে ৯৮৮ বিলিয়ন ডলার। বর্তমানে ভারতের রিজার্ভের পরিমাণ ৬৫২.৮৬৯ বিলিয়ন ডলার। গত আড়াই মাসে একমাত্র নভেম্বরের শেষ সপ্তাহেই দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বেড়েছিল। ওই একসপ্তাহ ছেড়ে দিলে গত ৮ সপ্তাহ ধরে ধাপে কমেছে ভারতের বিদেশি মুদ্রার পরিমাণ।
এদিকে, গত এক সপ্তাহে ভারতের মজুত সোনার পরিমাণ বেড়েছে। আরবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ১৩ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের মজুত সোনার পরিমাণ বেড়েছে ১.১২১ বিলিয়ন ডলার। এর ফলে দেশের বর্তমান মজুত সোনার পরিমাণ দাঁড়াল ৬৮.০৫৬ বিলিয়ন ডলারে।
অন্যদিকে, গত কয়েকমাস ধরেই বৈদেশিক মুদ্রার পরিমাণ বাড়ছে পাকিস্তানের। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ আগের সপ্তাহগুলির তুলনায় কমেছে মাত্র ১৯.১ মিলিয়ন ডলার। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পাকিস্তানের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১৬.৬৩২ মিলিয়ন ডলারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)