শেষ অবধি বিতর্কিত চপার চুক্তি বাতিল

অবশেষে বিতর্কিত চপার চুক্তি বাতিল করল কেন্দ্রীয় সরকার। ২০১০ সালে ব্রিটেনের অগুস্তা ওয়েস্টল্যান্ড নামে একটি সংস্থার সঙ্গে ১২টি এ ডব্লিউ ১০০ এক হেলিকপ্টার কেনার চুক্তি করে প্রতিরক্ষা মন্ত্রক। হেলিকপ্টার কেনার জন্য ভারতীয় মুদ্রায় দাম নির্ধারিত হয় প্রায় চার হাজার কোটি টাকা।

Updated By: Nov 19, 2013, 06:11 PM IST

অবশেষে বিতর্কিত চপার চুক্তি বাতিল করল কেন্দ্রীয় সরকার। ২০১০ সালে ব্রিটেনের অগুস্তা ওয়েস্টল্যান্ড নামে একটি সংস্থার সঙ্গে ১২টি এ ডব্লিউ ১০০ এক হেলিকপ্টার কেনার চুক্তি করে প্রতিরক্ষা মন্ত্রক। হেলিকপ্টার কেনার জন্য ভারতীয় মুদ্রায় দাম নির্ধারিত হয় প্রায় চার হাজার কোটি টাকা।
সেই সব চুক্তি বাতিল করা হচ্ছে। অভিযোগ, কপ্টার বিক্রির চুক্তি পাকা করার জন্য একটি সংস্থাকে ঘুষ দেওয়া হয়েছিল চুক্তিমূল্যের ১০ শতাংশ অর্থাত্‍ ৪০০ কোটি টাকা।
গত অক্টোবরেই এনিয়ে তদন্ত শুরু করে ইতালি পুলিস। অগুস্তা ওয়েস্টল্যান্ড যে ইতালিয় সংস্থার অধীন, সেই সংস্থার প্রধান গিউসেপ্পে ওরসিকে গ্রেফতার করেছে ইতালি পুলিস। ইতালি পুলিসের দাবি ছিল যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের হাতে রয়েছে।
ভিভিআইপি হেলিকপ্টার দূর্নীতিতে সিবিআই-এর প্রাথমিক তদন্তে অভিযুক্ত হিসাবে প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগির নামও উঠে আসে। প্রসঙ্গত, ২০০০ সালে প্রাক্তন অ্যাডমিরল সুশীল কুমারের পর এই পর্যায়ের একজন প্রাক্তন উচ্চপদস্থ সরকারি আধিকারিক সিবিআই-এর তদন্তে দুর্নীতিতে অভিযুক্ত চিহ্নিত হয়ে ছিলেন।
ত্যাগীর সঙ্গেই প্রাথমিক তদন্তে আরও দশজন এবং চারটি সংস্থাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে সিবিআই। অভিযুক্ত দশজনের মধ্যে প্রাক্তন বায়ুসেনা প্রধানের তিন তুতো ভাই বোনে জুলি, ডোকসা ও সন্দীপেরও নামও আছে।
সন্দেহভাজন ইউরোপীয় মিডলম্যান কার্লো গারোসা, ক্রিশ্চিয়ান মিশেল এবং গুইডো হ্যাসখের সঙ্গেই আইনজীবি গৌতম খৌতান, অগাস্তাওয়েস্টল্যান্ড প্রাক্তন সিইও ব্রুনো স্প্যাগনোল্লিনি, এরোম্যাট্রিক্স-এর প্রাক্তন সিইও প্রবীণ বক্সী, প্রাক্তন ফিনমেকানিকা চেয়ারম্যান গিউসেপ্পে ওরসির নামও ছিল সিবিআই-এর তালিকায়।

.