প্রেমের 'সাজা'! ক্যাঙ্গারু কোর্টের মধ্যযুগীয় নিদানে চরম অবমাননার শিকার যুগল

Updated By: Apr 24, 2015, 03:50 PM IST
প্রেমের 'সাজা'! ক্যাঙ্গারু কোর্টের মধ্যযুগীয় নিদানে চরম অবমাননার শিকার যুগল

ব্যুরো: প্রেমের সাজা দিল পঞ্চায়েত। রীতিমতো ঘুঁটের মালা পড়িয়ে রাস্তায় কান ধরে ওঠবস করানো হলো কিশোর-কিশোরীকে। দুজনের থেকেই মোটা টাকা জরিমানাও আদায় করল গ্রামের মাতব্বররা।  গ্রামের মুরুব্বিদের এই মধ্যযুগীয় নিদানের সাক্ষী থাকল রাজস্থানের ছোটা উদয়পুর।

কিশোরী ক্লাস নাইনের ছাত্রী। প্রাথমিকের গণ্ডি পেরনোর আগেই লেখাপড়ায় ইতি পড়েছে কিশোরটির। কিছুদিন আগে দুজনে বিয়ে করবে বলে পালিয়ে গিয়েছিল। অনেক খুঁজে তাদের বাড়ি ফিরিয়ে আনেন আত্মীয়রা। এরপরই শুরু হয় মুরুব্বিদের উদ্যোগ। কিশোর-কিশোরীর সবক শেখাতে, শাস্তি দিতে পঞ্চায়েতে সভা ডাকা হয়।

ক্যাঙ্গারু কোর্টের নিদানে মেয়েটিকে ঘোড়ার মত আচার আচরণে বাধ্য করা হয়। ছেলেটিকে মেয়েটির পিঠে জোর করে বসানো হয়। ঘোড়ার আওয়াজ নকল করে টানা চেঁচিয়ে যেতে হয় মেয়েটিকে। আর এই চরম অবমাননার নীরব দর্শক থেকেছেন গ্রামটির সমস্ত বাসিন্দা। যাদের মধ্যে ছিলেন ওই যুগলের বাবা-মাও।

কিন্তু, কেউই পঞ্চায়েতের বিরুদ্ধে টুঁ শব্দটি করার সাহস দেখাতে পারেননি।

 

.