১১ টা ৩০ থেকে ICSE -এর ফল ঘোষণা

CISCE এবং ICSE পরীক্ষার ফল ঘোষণা আজ। ১৮ মে, সোমবার দ্য কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন ICSE (সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশনের) পরিক্ষার্থীদের ফল ঘোষণা করবে। কাউন্সিল সূত্রের খবর অনুযায়ী সকাল ১১ টা ৩০ মিনিটে ফল ঘোষণা করা হবে। ICSE বোর্ডের  পরীক্ষার্থীরা www.cisce.org ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন।

Updated By: May 18, 2015, 10:33 AM IST
১১ টা ৩০ থেকে ICSE -এর ফল ঘোষণা

দিল্লি: CISCE এবং ICSE পরীক্ষার ফল ঘোষণা আজ। ১৮ মে, সোমবার দ্য কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন ICSE (সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশনের) পরিক্ষার্থীদের ফল ঘোষণা করবে। কাউন্সিল সূত্রের খবর অনুযায়ী সকাল ১১ টা ৩০ মিনিটে ফল ঘোষণা করা হবে। ICSE বোর্ডের  পরীক্ষার্থীরা www.cisce.org ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন।

সূত্রের খবর অনু্যায়ী ২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এবার ICSE পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উল্লেখ্য CISCE একটি বেসরকারি শিক্ষা বোর্ড, যারা প্রতিবছর ICSE এবং ICS পরীক্ষা পরিচালনা করে।

যে উপায়ে পরীক্ষার ফলাফল জানা যাবে:

* অফিসিয়াল ওয়েবসাইটে (www.cisce.org) যান।
* 'Results 2015' -এ ক্লিক করুন এবং ICSE অথবা ICS সিলেক্ট করুন।
* নিজের ID এবং সিকিউরিটি কোড দিন।
*  'Show Result' -এ ক্লিক করুন।

.