মার্কিন সফরে মোদীকে পরামর্শ দিতে লগ ইন করুন www.pmvisit.org ওয়েবসাইটে

Updated By: Aug 22, 2014, 04:45 PM IST
মার্কিন সফরে মোদীকে পরামর্শ দিতে লগ ইন করুন www.pmvisit.org ওয়েবসাইটে

মার্কিন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে লঞ্চ করা হল নতুন ওয়েবসাইট। pmvisit.org নামক ওয়েবসাইটে মোদীর বিদেশ সফর নিয়ে মতামত চাওয়া হয়েছে।

আগামী সেপ্টেম্বর মাসে মার্কিন সফরে যাচ্ছেন মোদী। ২৮ সেপ্টেম্বর মোদীকে স্বাগত জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে ২০ হাজার মানুষের সামনে বক্তৃতা দিতে হবে মোদীকে। ইন্ডিয়ান অ্যামেরিকান কমিউনিটি ফাউন্ডেশনের আয়োজনে মোদীকে স্বাগত জানাবে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০০টি ইন্দো-মার্কিন অরগানাইজেশন। ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গ্রাউন্ডে হবে এই বিশাল জনসভা।

এই অনুষ্ঠানের সাফল্যের লক্ষ্যে আইএসিএফ নিয়ে এসেছে ওয়েবসাইট pmvisit.org। এই ওয়েবসাইটের মাধ্যমে ভলান্টিয়াররা একটি কমিটি গঠন করছেন। যারা সফরে মোদীকে নিজেদের মতামত জানাতে পারবেন। ওয়েবসাইটে অনুষ্ঠানের পাসের জন্য রেজিস্টারও করা যাবে।

 

.